Advertisement
১৭ এপ্রিল ২০২৪

কাভানি খেলবেন কি, নিশ্চিত নন সুয়ারেস নিজেও

পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে দু’টো গোল করে দলকে শেষ আটে তোলেন কাভানি। তার পরেই চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়।

মহড়া: পুরো অনুশীলন না করেই উঠে গেলেন সুয়ারেস। ছবি: গেটি ইমেজেস

মহড়া: পুরো অনুশীলন না করেই উঠে গেলেন সুয়ারেস। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০৪:৪৪
Share: Save:

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তাদের লড়াই শুক্রবার। তার আগে হঠাৎ করে উরুগুয়ে শিবিরে লুইস সুয়ারেসকে নিয়ে আতঙ্ক দেখা দিল। মঙ্গলবার অনুশীলনের মাঝপথে খোঁড়াতে খোঁড়াতে উঠে যান সুয়ারেস। তখনই শুরু হয়ে যায় জল্পনা। তবে সাংবাদিক বৈঠকে এসে সুয়ারেস জানিয়ে যান, তাঁকে নিয়ে নয়, উদ্বেগ আছে এদিনসন কাভানিকে নয়।

পর্তুগালের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন কাভানি। উরুগুয়ে ফুটবল সংস্থা জানিয়েছে, চিকিৎসা চলছে কাভানির। তাঁর ওপরে নজর রাখা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুয়ারেস বলেন, ‘‘আমি নিজেও জানি না ফ্রান্সের বিরুদ্ধে কাভানি খেলতে পারবে কি না। উরুগুয়ের লক্ষ লক্ষ মানুষের মতো আমিও অপেক্ষা করে আছি এদি-কে (কাভানি) নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটা দেখার জন্য।’’

তবে তিনি এও বলছেন, ‘‘আমি জানি, কাভানির চোটটা বেশ জটিল। আমাদের হাতে বেশি সময়ও নেই। এরই মধ্যে যা করার করতে হবে। আমি কাভানিকে চিনি। ওর খেলার খিদে, মানসিকতা, দায়বদ্ধতার কোনও কিছুর তুলনা হয় না। মাঠে নামার জন্য মরিয়া হয়ে থাকবে ও। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কাভানির ওপর এখন সব কিছু নির্ভর করে নেই।’’

পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে দু’টো গোল করে দলকে শেষ আটে তোলেন কাভানি। তার পরেই চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তাঁর সতীর্থকে নিয়ে সুয়ারেস বলেছেন, ‘‘কাভানি যে ধরনের ফুটবলার, তাতে দলে ওর প্রয়োজন সব সময় আছে। জাতীয় দলের হয়ে খেলতে নেমে কাভানি বার বার বুঝিয়ে দিয়েছে, ও কতটা অপরিহার্য়। ওর ছটফটানি, হার না মানা মানসিকতার খুব প্রয়োজন আছে দলের।’’

তা হলে কি কাভানির অভাবটা টের পাবেন আপনারা? সুয়ারেস বলছেন, ‘‘কোনও সন্দেহ নেই, ছন্দে থাকা এদিকে দলের প্রয়োজন। কিন্তু আমাদের দলে আরও অনেক ফুটবলার আছে, যারা কাভানির জায়গাটা নিতে পারে। আশা করব, যদি ওর জায়গায় কাউকে নামতে হয়, তা হলে সে যেন কাভানির চেয়েও ভাল খেলে। আমরা আগেও দেখিয়ে দিয়েছি, উরুগুয়ে কোনও এক জন ফুটবলারের ওপর নির্ভর করে থাকে না।’’

পাশাপাশি ফ্রান্সের ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যানের উদ্দেশে সতর্কবাণীও শুনিয়ে রেখেছেন সুয়ারেস। শুক্রবার গ্রিজম্যানের দলের সঙ্গেই লড়াই উরুগুয়ের। এর আগে গ্রিজম্যান বলেছিলেন, তিনি উরুগুয়ে নিয়ে খুব বেশি আবেগপ্রবণ। সুয়ারেস জবাবে বলছেন, ‘‘আমি শুনেছি, গ্রিজম্যান বলেছে ও নাকি অর্ধেক উরুগুয়ের মানুষ। আমি বলব, গ্রিজম্যান ফরাসি। ও জানে না উরুগুয়ের মানুষ কী রকম হয়। ও জানে না, সাফল্য পাওয়ার জন্য আমরা কতটা মরিয়া হয়ে থাকি। মাঠেই আমরা সেটা বুঝিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE