Advertisement
১৯ এপ্রিল ২০২৪

যৌন সংসর্গ নয়, কড়া বার্তা লো-র

লো পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পরে কোনও ভাবেই যৌন সংসর্গে লিপ্ত হতে পারবেন না ফুটবলাররা।

লক্ষ্য: ইতালির ইপ্পানে চলছে জার্মানির প্রস্তুতি শিবির। কোচ ওয়াকিম লো-র কড়া নজরদারিতে মেসুট ওজিল। ছবি:গেটি ইমেজেস

লক্ষ্য: ইতালির ইপ্পানে চলছে জার্মানির প্রস্তুতি শিবির। কোচ ওয়াকিম লো-র কড়া নজরদারিতে মেসুট ওজিল। ছবি:গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ০৫:১১
Share: Save:

বিশ্বকাপ নিজেদের ঘরে রেখে দিতে জার্মানির কোচ ওয়াকিম লো-র বড় অস্ত্র হতে চলেছে শৃঙ্খলা। যার জন্য দলের উদ্দেশে কড়া নির্দেশাবলি জারি করেছেন তিনি।

লো পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পরে কোনও ভাবেই যৌন সংসর্গে লিপ্ত হতে পারবেন না ফুটবলাররা। ফলে বিশ্বকাপ চলাকালীন স্ত্রী বা বান্ধবীরা ফুটবলারদের সঙ্গে থাকতে পারবেন না। ব্রিটিশ এবং জার্মান প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, লো দলকে জানিয়ে দিয়েছেন, প্রস্তুতি শিবিরে ফুটবলারদের সঙ্গে তাঁদের স্ত্রী বা বান্ধবীরা থাকতে পারবেন। কিন্তু একবার রাশিয়ায় পা দিলে ফুটবলারদের হোটেলে কেউ ঢুকতে পারবেন না। এখানেই শেষ নয়। জার্মানির কোচ এও জানিয়ে দিয়েছেন, তিনি চান ফুটবলাররা বিশ্বকাপের একটা মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। ফলে ইনস্টাগ্রাম বা টুইটারে ওই সময় টোনি খোস, টোমাস মুলারদের কোনও পোস্ট বা ছবি দেখতে না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। লো-র মন্তব্য, ‘‘ব্যক্তিত্বের সংঘাতের চেয়ে দলের স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

তবে একটা ব্যাপারে ছাড় দিয়েছেন লো। জানা গিয়েছে, শুতে যাওয়ার আগে ফুটবলাররা যদি এক-আধ বোতল বিয়ার বা দু’এক গ্লাস ওয়াইন খান, তা হলে কোচ আপত্তি করবেন না। দলের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী লো কয়েক দিন আগেই বলেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি পরপর দু’বার বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে জার্মানির।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2018 Germany Football Discipline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE