Advertisement
২০ এপ্রিল ২০২৪

আজই শেষ ষোলোয় যেতে মরিয়া মেক্সিকো

কোচ শিন তায়-ইয়ং-এর ওপর যেমন তমুল চাপ, তেমনই চাপে রয়েছেন দলের সেরা তারকা সন হিউং মিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০৪:৩৯
Share: Save:

বিশ্বকাপের শুরুতেই হার— দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে ১৯৯৮-এর পর থেকে এমন কখনও হয়নি। এ বারের বিশ্বকাপেই যার ব্যতিক্রম হল। এশিয়ার সবচেয়ে সফল দল যদি শুক্রবারও রস্তভে মেক্সিকোর কাছে হেরে যায়, তা হলে তাদের বিদায় নিশ্চিত। অন্য দিকে মেক্সিকো তাদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে। তাদের এই ম্যাচ জেতা মানে নক আউটে ওঠা। তাই কোরিয়া-মেক্সিকো ম্যাচে কেউ কাউকে ছাড়ার পাত্র নয়।

কোচ শিন তায়-ইয়ং-এর ওপর যেমন তমুল চাপ, তেমনই চাপে রয়েছেন দলের সেরা তারকা সন হিউং মিন। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি কেন, মহম্মদ সালাহদের যেমন প্রত্যাশার চাপ সামলাতে হচ্ছে, সন-এর উপরও কোরীয়দের প্রত্যাশার চাপ কম নয়। প্রথম ম্যাচে হারের পরে এই চাপ আরও বেড়েছে। তার উপর প্রথম ম্যাচে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলার। এ বার দলকে জেতানোর দায়িত্বও তাঁরই। শোনা যাচ্ছে, ৪-৩-৩ ছক থেকে বেরিয়ে এসে এই ম্যাচে খেলবে কোরিয়া। মেক্সিকো তাদের উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষপাতী নয়। তাঁদের হারানো যে কোরিয়ার পক্ষে কঠিন হবে, সেই সতর্কবার্তা মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও দিয়েই রেখেছেন। তাঁর বক্তব্য, ‘‘আমরা যে কোরিয়ার চেয়ে এগিয়ে, তা প্রমাণ হয়েই গিয়েছে। এটাই নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার সেরা সুযোগ।’’ এই ম্যাচ জিতে নক আউটে জায়গা পাকা করার লক্ষ্য নিয়েই নামবে মার্কো ফাবিয়ানরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE