Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sport News

নেমারকে নিয়ে ক্ষোভ সিলভার

বহু বাধা পেরিয়ে বিশ্বকাপে নেমে শুরুতেই সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেন তাঁরা। নেমারের ফর্মও সেই  ম্যাচে মনে দাগ কাটার মতো ছিল না। দ্বিতীয় ম্যাচে তাই প্রবল চাপ নিয়ে নামেন ব্রাজিলীয় তারকা।

চর্চায়: ম্যাচের পরের দিনও আলোচনার কেন্দ্রে সেই নেমার। ফাইল চিত্র

চর্চায়: ম্যাচের পরের দিনও আলোচনার কেন্দ্রে সেই নেমার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০৬:৫১
Share: Save:

পেনাল্টি নাকচ হওয়া থেকে শুরু করে শেষ মুহূর্তের গোল ও সব শেষে আবেগে ভেঙে পড়া— কোস্টা রিকা-ব্রাজিল ম্যাচে নেমারই চর্চার বিষয় হয়ে ওঠেন শুক্রবার। কিন্তু আরও একটা ঘটনা যে সে দিন ঘটান তিনি, তা জানালেন তাঁর সতীর্থ থিয়াগো সিলভা। যখন তিনি সরাসরি নেমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘ও মাঠে আমাকে অপমান করেছে। নেমারের আচরণে খুব দুঃখ পেয়েছি আমি।’’

ব্রাজিলের এক টিভি চ্যানেলকে সিলভা জানিয়েছেন, ৮৩ মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য তিনি বিপক্ষের পায়ে বল তুলে দিতেই তাঁকে নাকি খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন নেমার। সিলভা বলেন, ‘‘কোস্টা রিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেমার খুব অপমান করে আমাকে। ওর এই আচরণ খুব দুঃখজনক।’’ ডিফেন্ডার সিলভা শুধু তাঁর জাতীয় দলের সতীর্থ নন, প্যারিস সাঁ জারমাঁ-তেও একই সঙ্গে খেলেন দু’জনে। তাই তাঁকে এমন আচরণ করতে দেখে বেশ অবাক হন সিলভা। বলেন, ‘‘আমি ওদের বলটা ছেড়ে দিয়ে ভুল করিনি। কারণ, তখন খেলাটা দ্রুত শুরু করা দরকার ছিল।’’

তিনি যে শুক্রবারের ম্যাচে বেশ চাপে ছিলেন, এবং ম্যাচের শেষ মুহূর্তে সেই চাপ কাটার জন্যই মাঠে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়েন, তা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিয়ে নেমার লেখেন, ‘‘কেউ জানে না, এ পর্যন্ত পৌঁছতে কত ঝড়-ঝাপটা সহ্য করতে হয়েছে আমাকে। তাই এই কান্না সব বাধা পেরিয়ে এসে পাওয়া সাফল্যের আনন্দে, জয়ের তৃপ্তি পেয়ে।’’

বহু বাধা পেরিয়ে বিশ্বকাপে নেমে শুরুতেই সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেন তাঁরা। নেমারের ফর্মও সেই ম্যাচে মনে দাগ কাটার মতো ছিল না। দ্বিতীয় ম্যাচে তাই প্রবল চাপ নিয়ে নামেন ব্রাজিলীয় তারকা। ম্যাচের শেষ মিনিটে গোল করার আগে পর্যন্ত যে চাপ আরও বেড়ে যায়। শুক্রবার ম্যাচের শেষের দিকে সেই চাপের কারণেই হয়তো তিনি সিলভার উপর ক্ষোভে ফেটে পড়েন বলে অভিযোগ। গত ক’দিনে নেমারকে সাহায্য করেছেন তাঁর দেশের প্রাক্তন তারকা রোনাল্ডো নাজ়ারিয়ো। রাশিয়ায় ব্রাজিল শিবিরে এসে নেমারের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। সেই রোনাল্ডো শুক্রবার নেমারকে কান্নায় ভেঙে পড়তে দেখে বলেন, ‘‘এই গোলটা নিশ্চয়ই ওকে অনেক চাপমুক্ত করেছে। আশা করি, পরের ম্যাচ থেকে ও স্বাভাবিক খেলা খেলতে পারবে। নিজেকে ফর্মে ফেরাতে সবই করছে ও। ড্রিবল, দৌড়, লড়াই সবই। এই চেষ্টা নিশ্চয়ই বৃথা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE