Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রাক বিশ্বকাপে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের কাছে হার ভারতের

শুরুটা ভাল করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না ভারত। ২৭ মিনিটে সন্দেশ ঝিঙ্গানের গোলে এগিয়ে গিয়েছিল কনস্টানটাইনের ছেলেরা। তার আগেই পেনাল্টি পেয়েও মিস করে তুর্কমেনিস্তান। কিন্তু এই সুযোগ নিতে ব্যর্থ ভারত। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করার পর দ্বিতীয়ার্দে জোড়া গোল হজম করে বসল ভারতীয় রক্ষণ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ১৮:১০
Share: Save:

ভারত ১ (সন্দেশ)

তুর্কমেনিস্তান ২ (আমানোভ, আতেয়ু)

শুরুটা ভাল করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না ভারত। ২৭ মিনিটে সন্দেশ ঝিঙ্গানের গোলে এগিয়ে গিয়েছিল কনস্টানটাইনের ছেলেরা। তার আগেই পেনাল্টি পেয়েও মিস করে তুর্কমেনিস্তান। কিন্তু এই সুযোগ নিতে ব্যর্থ ভারত। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করার পর দ্বিতীয়ার্দে জোড়া গোল হজম করে বসল ভারতীয় রক্ষণ। ৪৯ ও ৭০ মিনিটে গোল করলেন আমানোভ ও আতেউ। এর পরই কেমন যেন ম্যাচ থেকে হারিয়ে গেল ভারত। তাও সুনীল ছেত্রীকে বেঞ্চে বসিয়ে রাখলেন কনস্টানটাইন বোঝা গেল না। বেঞ্চে বসে ছটফট করতে দেখা গেল ভারতের গোল মেশিনকে। কিন্তু মাঠে নেমে খেলা হল না।

অতিরিক্ত সময়ে হালকা বচসায় জড়ালেন দুই দলের ফুটবলাররা। কিন্তু ভারতের ঘরে এসে ভারতকে জোড় ধাক্কা দিয়ে গেল তুর্কমেনিস্তান। প্রাক-বিশ্বকাপের এশিয়া পর্বের শেষ ম্যাচে হেরে ৮ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শেষে থামল ভারত।

• শুরুতে এগিয়ে গিয়েও হারের মুখে ভারত?

• আতেয়ুর শট প্রথমে কোনও রকমে বাঁচিয়ে দিয়েছিলেন গুরপ্রীত। কিন্তু রক্ষণের দূর্বলতার সুযোগ নিয়ে গোল করে গেল তুর্কমেনিস্তান।

• ৭৪ মিনিট, খারাপ রক্ষণের ফলে দ্বিতীয় গোল হজম করল ভারত।

• ৭১ মিনিট, উদান্ত সিংহর জায়গায় মাঠে এলেন সত্যসেন সিংহ।

• ৬৮ মিনিট, অর্ণব মণ্ডলের ফাউল অ্যাবিসমালকে। ২৩ গজ দুর থেকে অবশ্য গোলে গেল না বল।

• ৬৬ মিনিট, কোচির গরমে ওয়াটার ব্রেক দিতে বাধ্য হল।

• ৬৫ মিনিট, এই মুহূর্তে দুই দলের পল পজেশন ৫০-৫০।

• ৫৯ মিনিট, প্রীতম কোটালের রক্ষণে আটকালেন আমানোভ।

• ৫৬ মিনিট, লোবো যে ভূমিকাটা নিচ্চিল এখনও সেটা নিতে পারছেন না হোলিচরণ।

• ৫৩ মিনিট, তুর্কমেনিস্তানের সামনে সুযোগ। অল্পের জন্য বাঁচল ভারত।

• সাইড লাইনে চিন্তায় ভারত কোচ।

• রিজার্ভ বে়ঞ্চে বসে ছট ফট করছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

• ৫৩ মিনিট, ভারতের পরিবর্তন। কেভিন লোবোর জায়গায় এলেন হোলিচরণ নার্জারি।

• আমানোভের গোলে সমতায় ফিরল তুর্কমেনিস্তান। দিদারের ক্রস থেকে আমানোভ আরসালানের হেড। গুরপ্রীতের বলের ফ্লাইট মিস।যার সুযোগ নিল তুর্কমেনিস্তান।

• ৪৯ মিনিট, গোল হজম ভারতের।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• মাঠে নেমে পড়েছে দুই দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই।

• গোল বাড়িয়ে নিতে কি দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীকে নামাবের কনস্টানটাইন?

• প্রথমার্ধের শেষে সন্দেশের গোলে এগিয়ে ভারত।

• ৪৫ মিনিট, ২ মিনিট অতিরিক্ত সময়।

• ৪১ মিনিট, ২৭ গজ দূর থেকে আস্তানভের গোলমুখি শট গুরপ্রীত মিস করলে সেটা ড্রপ খেয়ে বেড়িয়ে যায় বাইরে। অল্পের জন্য বাঁচল ভারত।

• ৩৯ মিনিট, গোলকিক ভারতের।

• ৩৮ মিনিট, মাঝ মাঠ দারুণ সামলাচ্ছেন প্রণয় হালদার।

• ৩৭ মিনিট, নারায়ন দাসের দুরন্ত ফরোয়ার্ড রান। কিন্তু কাজে লাগল না।

• কোচির গরম আর আদ্রতায় ক্লান্ত দুই দল।

• ৩৪ মিনিট, তুর্কমেনিস্তানেনর গুভাঞ্চ অফ সাইড।

• ৩০ মিনিট, হলুদ কার্ড রোলিন বর্জেসের। অকারণে ফাউল করে কার্ড দেখলেন।

• ২৯ মিনিট, বক্সের বাইরে থেকে ভারতের নারায়ন দাসের ফ্রিকিক ওয়ালে লেগে চলে গেল বারের উপর দিয়ে।

• ভারত ১ (সন্দেশ ঝিঙ্গান) , তুর্কমেনিস্তান ০।

• ২৮ মিনিট, নারায়ন দাসের বাক খেয়ে আসা ক্রসে হেড করে গোলে পাঠালেন সন্দেশ ঝিঙ্গান।

• ২৬ মিনিট, এক গোলে এগিয়ে গেল ভারত।

• ২৪ মিনিট, এক স্ট্রাইকারের পিছনে চোখে পড়ছেন কেভিন লোবো। আক্রমণ তৈরি হচ্ছে তাঁর থেকেই।

• ২৩ মিনিট, আক্রমণে উঠছে ভারত। কিন্তু একটাও পজিটি‌ভ নয়।

• ২১ মিনিট, আমানোভের পেনাল্টি বাঁচিয়ে দিলেন গুরপ্রীত সিংহ।

• ১৯ মিনিট, পেনাল্টি তুর্কমেনিস্তানের।

• হলুদ কার্ড প্রীতম কোটালের।

• ১৮ মিনিট, বক্সের মধ্যে ফাউল করে তুর্কমেনিস্তানকে পেনাল্টি পাইয়ে দিলেন প্রীতম কোটাল।

• ১৭ মিনিট, অনেক বেশি আক্রমণে উঠতে দেখা যাচ্ছে তুর্কমেনিস্তা্নকে।

• সুনীল ছেত্রীকে বেঞ্চে রেখেই দল নামিয়েছেন কোচ কনস্টানটাইন। পরে প্রয়োজন হলে নামাবেন।

• ১৬ মিনিট, তুর্কমেনিস্তানের আক্রমন ক্লিয়ার করলেন সন্দেশ ঝিঙ্গান।

• ১৪ মিনিট, প্রায় গোল করেই ফেলেছিলেন লোবো। কিন্তু বারের উপর দিয়ে চলে গেল লোবোর শট।

• ১৩ মিনিট, তুর্কমেনিস্তানের মিস পাস।

• ১১ মিনিট, নারায়ন দাসের শট বারের উপর দিয়ে চলে গেল।

• ১০ মিনিট, স্ট্রাইকারের পিছন থেকে গোলের বল তৈরি করছেন কেভিন লোবো।

• ৮ মিনিট, তুর্কমেনিস্তারে দুর্বল আক্রমণ সরাসরি ভারত গোলকিপার গুরপ্রীতের হাতে।

• ৭ মিনিট, এই ম্যাচেও খেলছেন উদান্ত সিংহ। ইরানের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক ঘটেছিল এই উইঙ্গারের।

• ৬ মিনিট, একমাত্র স্ট্রাইকার জেজেকে রেখে দল সাজিয়েছেন কনস্টানটাইন।

• ৪ মিনিট, তুর্কমেনিস্তানের থ্রো।

• ১ মিনিট, রক্ষণ সামলেই আক্রমণে যাওয়ার ছক ভারত কোচের।

• খেলা শুরু।

আরও খবর

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টিকে থাকতে ‘মাস্ট উইন’ ম্যাচ ভারতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Turkamenistan Sunil Chetri Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE