Advertisement
২০ এপ্রিল ২০২৪

সুস্থ ঋদ্ধি, দ্রুত ফিরছেন মাঠে

দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পেয়েছিলেন বঙ্গ উইকেটকিপার। তার পর থেকে ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে গিয়েছে। ইংল্যান্ড সফরে যেতে পারেননি। অস্ট্রেলিয়া সফরেও প্রত্যাবর্তনের স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়ায় তাঁর চোট। ঋদ্ধির জায়গায় টেস্টে সুযোগ পেয়ে ইংল্যান্ড সফরেই সেঞ্চুরি করে সারা ফেলে দেন ঋষভ পন্থ।

প্রত্যাবর্তন: ক্রিকেটে ফেরার পথে ঋদ্ধিমান সাহা। ফাইল চিত্র

প্রত্যাবর্তন: ক্রিকেটে ফেরার পথে ঋদ্ধিমান সাহা। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১০
Share: Save:

অপেক্ষার অবসান। অবশেষে দু’একদিনের মধ্যেই কলকাতায় ফিরছেন ঋদ্ধিমান সাহা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভারতীয় উইকেটকিপারের। ঋদ্ধি জানিয়েছেন, কাঁধে আর কোনও রকম অসুবিধা অনুভব করছেন না। শুধু শেষ পর্যায়ের কয়েকটি পরীক্ষা করেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পেয়েছিলেন বঙ্গ উইকেটকিপার। তার পর থেকে ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে গিয়েছে। ইংল্যান্ড সফরে যেতে পারেননি। অস্ট্রেলিয়া সফরেও প্রত্যাবর্তনের স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়ায় তাঁর চোট। ঋদ্ধির জায়গায় টেস্টে সুযোগ পেয়ে ইংল্যান্ড সফরেই সেঞ্চুরি করে সারা ফেলে দেন ঋষভ পন্থ। বর্তমানে ভারতের উইকেটকিপার দিল্লির এই তরুণ। কিন্তু ঋদ্ধিও আশা ছাড়ছেন না। এত দিন যে ভাবে লড়াই করেছেন, আগামী দিনেও তা চালিয়ে যেতে প্রস্তুত। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে ফোনে ঋদ্ধি বলেন, ‘‘নিজেকে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। আর কোনও সমস্যা নেই। শুধুমাত্র শেষ পর্যায়ের কয়েকটি পরীক্ষার পরেই আমাকে ছেড়ে দেওয়া হবে। মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’

শেষ দশ দিন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার অজয় রাত্রার সঙ্গে অনুশীলন করেছেন ঋদ্ধি। সোমবারই শেষ হয় তাঁর পরীক্ষা। ঋদ্ধির উন্নতি দেখে বেশ তৃপ্ত প্রাক্তন উইকেটকিপার। রাত্রা ফোনে বলছিলেন, ‘‘ঋদ্ধির সঙ্গে কাজ করে খুব স্বস্তি পেয়েছি। প্রচণ্ড লড়াকু মানসিকতা রয়েছে ওর মধ্যে। চোট থেকে দ্রুত রেহাই পাওয়ার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে ও। যা দেখে এসেছি, তাতে ঋদ্ধিকে আমার সুস্থ মনে হয়েছে। আমি আশাবাদী, দ্রুতই মাঠে ফিরতে দেখা যাবে ওকে।’’

রাত্রার প্রশিক্ষণে কি কি করতে হয়েছে ঋদ্ধিকে? রাত্রার কথায়, ‘‘কাঁধের চোট পরীক্ষা করার জন্য সব চেয়ে জরুরি ডাইভিং। সেটা স্বাভাবিক ভাবেই করতে পারছে। উইকেটকিপিং ড্রিলস করার সময়ও কোনও সমস্যা দেখা যায়নি। ক্রিকেটীয় কোনও সমস্যা আমার চোখে পড়েনি। কয়েক দিন আগে পর্যন্ত অনুশীলন শেষে কাঁধের পেশি শক্ত থাকত ঋদ্ধির। এখন সেই সমস্যাও আর নেই। এ বার ফিজিয়ো ও ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নেবেন।’’

ঋদ্ধির উন্নতির খবর প্রত্যেক দিন ফিজিয়োকে দিতে হত রাত্রাকে। এনসিএ ছাড়ার আগের দিন ফিজিয়োকে চূড়ান্ত রিপোর্ট দিয়ে এসেছেন রাত্রা। তিনি বলছিলেন, ‘‘আমি যা পরীক্ষা করেছি সেটাই বলে এসেছি। অস্বাভাবিক কিছু তো পাইনি। এ বার ম্যাচ প্র্যাক্টিসের উপরেই পুরোটা নির্ভর করছে। মনে হয় না আর কোনও বাধা রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bengal Wriddhiman Saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE