Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

অবসর ঘোষণা জাভি আলোন্সোর

মঙ্গলবারই দুরন্ত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে মোট ১০-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে তাঁর দল। আর তার একদিন পরই দলের মিড ফিল্ডার জাভি আলোন্সো সবাইকে চমকে জানিয়ে দিলেন তাঁর অবসরের কথা।

জাভি আলোন্সো। ছবি: সংগৃহীত।

জাভি আলোন্সো। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ১৮:২৯
Share: Save:

মঙ্গলবারই দুরন্ত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে মোট ১০-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে তাঁর দল। আর তার একদিন পরই দলের মিড ফিল্ডার জাভি আলোন্সো সবাইকে চমকে জানিয়ে দিলেন তাঁর অবসরের কথা। এই মরসুম শেষে ক্লাব ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন বৃহস্পতিবার। বলেন, ‘‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না আমার জন্য।’’

আরও খবর: মরণবাঁচন ম্যাচে সঁ জঁ-কে ৬-১ উড়িয়ে ‘অসম্ভব’ জয় বার্সার

৩৫ বছরের এই মিডিওর ঝুলিতে কী নেই। স্প্যানিশ এই তারকা ফুটবলার কেরিয়ার শুরু করেছিলেন রিয়েল সোসিয়েদাদের বস্ক ক্লাব থেকে। ২০০৪ এ লিভারপুল। ২০০৫ এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসি মিলানের বিরুদ্ধে গোল করে চলে এসেছিলেন লাইম লাইটে। ৩-০তে পিছিয়ে থাকা লিভারপুল ৩-৩এ ফিরিয়েছিলেন তিনি। নিজের পাসিং গেমের জন্যই জনপ্রিয় ছিলেন তিনি। ২০১৪তে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে খেলেছেন রিয়েল সোসিয়েদাদ, লিভারপুল ও রিয়েল মাদ্রিদে। বলেন, ‘‘চার ক্লাবে নিজের সেরাটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় দলের হয়েও নিজেকে নিংড়ে দিতে পেরেছিলাম। আমি কখনও ভাবিনি আমার ফুটবল কেরিয়ার এই পর্যায়ে যাবে। আশা করছি তাতে আরও কিছু যোগ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Xavi Alonso Retirement Bayern Munich
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE