Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অশ্বিনের সঙ্গে ঘুরিয়ে লড়াই চাইলেন ইয়াসির

দুবাই স্টেডিয়ামে নামার আগে এশীয়দের মধ্যে দ্রুততম একশো টেস্ট উইকেট নেওয়ার থেকে মাত্র পাঁচ ধাপ পিছনে ছিলেন তিনি। যাঁর রেকর্ড ভাঙতেন, তিনি আবার আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলেন। সেই ওয়াঘার এ পারের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের আগাম অভিনন্দন-ই যে তাঁর রেকর্ড গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণার কাজ দিয়েছে, স্বীকার করছেন ওয়াঘার ও পারের লেগ স্পিনার ইয়াসির শাহ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৪:৪৮
Share: Save:

দুবাই স্টেডিয়ামে নামার আগে এশীয়দের মধ্যে দ্রুততম একশো টেস্ট উইকেট নেওয়ার থেকে মাত্র পাঁচ ধাপ পিছনে ছিলেন তিনি। যাঁর রেকর্ড ভাঙতেন, তিনি আবার আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলেন। সেই ওয়াঘার এ পারের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের আগাম অভিনন্দন-ই যে তাঁর রেকর্ড গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণার কাজ দিয়েছে, স্বীকার করছেন ওয়াঘার ও পারের লেগ স্পিনার ইয়াসির শাহ।

আরও তাৎপর্যপূর্ণ ভাবে ইয়াসির বলে দিচ্ছেন, তিনি আশা করেন অদূর ভবিষ্যতেই ভারত-পাক সিরিজ হবে। বলেছেন, ভারতের বিরুদ্ধে তাঁর খেলার ইচ্ছে মনে হয় তাড়াতাড়ি পূরণ হবে! উল্লেখ্য, নানা রাজনৈতিক ডামাডোলের কারণে ২০০৭ থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পড়শি দেশের মধ্যে টেস্ট সিরিজ বন্ধ রয়েছে। কিন্তু পাক ক্রিকেটার ইয়াসির বলেছেন, ‘‘প্রত্যেক পাকিস্তানি আর ভারতীয় প্লেয়ারের ইচ্ছে থাকে একে অন্যের বিরুদ্ধে খেলার। আমি ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ খেলিনি। সে জন্য আমার ইচ্ছে অশ্বিনের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল করার।’’

ইয়াসিরের এই মন্তব্যকে আবার কেউ কেউ মনে করছেন, পাক তারকা স্পিনার আসলে ঘুরিয়ে ভারতের ম্যাচ জেতানো স্পিনার অশ্বিনের বিরুদ্ধে লড়াই চাইছেন। যদিও পাশাপাশি ইয়াসির তাঁকে পাঠানো অশ্বিনের দু’টো অভিনন্দনবার্তার জন্য ভারতীয় স্পিনারের প্রতি নিজের কৃতজ্ঞতাও জানিয়েছেন। দুবাইয়ে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ গোলাপি বলে টেস্ট শুরুর আগের দিন অশ্বিন ইয়াসিরকে রেকর্ড ভাঙার জন্য উৎসাহ দিয়ে আগাম অভিনন্দন জানিয়েছিলেন। টুইটারে লিখেছিলেন, ‘মে দ্য ফোর্স বি উইথ ইউ।’ গতকাল ইয়াসির সেই রেকর্ড করার পরে অশ্বিন ফের ইয়াসিরকে টুইটারে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘এ বার টেস্টে দ্রুততম দু’শো উইকেটের দিকে ধাওয়া করো।’

অশ্বিনের অভিনন্দনে আপ্লুত ইয়াসির বলেছেন, ‘‘হ্যাঁ, ও (অশ্বিন) আমাকে প্রথমে ‘গুড লাক’ জানিয়েছিল। আমি সে জন্য কৃতজ্ঞ। এটা খুবই স্বাভাবিক, যখন এক জন বোলার, যে কি না নিজে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দু’শো উইকেট নিয়েছে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে, সেটা অবশ্যই দারুণ অনুপ্রেরণা জোগায়। অশ্বিনের মেসেজ আমার কাছে তাই বিরাট মোটিভেশনের কাজ দিয়েছে দুবাই টেস্টে। আমি ভীষণ খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravichandran Ashwin Yasir Shah challenge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE