Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ইয়ো ইয়ো টেস্ট শুরু করে দিলেন অরুণ

ভারতীয় মাপকাঠি অনুযায়ী ইয়ো ইয়ো পরীক্ষায় ১৬.১ পয়েন্টকে পাশ নম্বর হিসেবে ধরা হয়। এ দিন প্রত্যেকেই সেই মাপকাঠি অতিক্রম করে গিয়েছেন। ছ’জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয় বাংলার ফিটনেস-বিপ্লব।

পর্যবেক্ষণ: বুধবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ইয়ো ইয়ো পরীক্ষা বাংলার ক্রিকেটারদের। রয়েছেন কোচ অরুণ লাল। ছবি: সুদীপ্ত ভৌমিক

পর্যবেক্ষণ: বুধবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ইয়ো ইয়ো পরীক্ষা বাংলার ক্রিকেটারদের। রয়েছেন কোচ অরুণ লাল। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০৪:৩০
Share: Save:

ফিটনেস নিয়ে বরাবরই সচেতন বাংলার কোচ অরুণ লাল। বাংলার ক্রিকেটারদের মধ্যেও সেই ফিটনেস সচেতনতা গড়ে তুলতে চান। ক্রিকেট মরসুম শেষ হতেই শুরু হয়ে গেল ফিটনেস বাড়ানোর প্রয়াস। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে চালু হল বাংলার প্রাক-মরসুম অনুশীলন।

ভারতীয় মাপকাঠি অনুযায়ী ইয়ো ইয়ো পরীক্ষায় ১৬.১ পয়েন্টকে পাশ নম্বর হিসেবে ধরা হয়। এ দিন প্রত্যেকেই সেই মাপকাঠি অতিক্রম করে গিয়েছেন। ছ’জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয় বাংলার ফিটনেস-বিপ্লব। সুদীপ চট্টোপাধ্যায়, আকাশ দীপ, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, অয়ন ভট্টাচার্য ও প্রদীপ্ত প্রামাণিকদের নিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে চলল বাংলার ফিটনেস টেস্ট। ইয়ো ইয়ো-তে সব চেয়ে ভাল ফল করেন তরুণ পেসার আকাশ দীপ। পরের বার তাঁকে আরও বেশি পয়েন্টের মাপকাঠি দেওয়া হবে।

বাংলার কোচ অরুণ লাল বলেন, ‘‘বড় ক্রিকেটার হতে গেলে ফিটনেস বাড়াতে হবেই। রঞ্জি ট্রফির মরসুম বেশ বড়। সারা বছর নিজের ফিটনেস ধরে রাখা খুব একটা সহজ নয়। যদি ফিটনেস ট্রেনিংয়ের মাপকাঠি বাড়ানো যায়, তা হলে ভবিষ্যতে কোনও অসুবিধা হবে না।’’

অরুণ জানিয়েছেন, এ বার থেকে দু’মাস অন্তর ছেলেদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ফিজিক্যাল ট্রেনিং চলবে সারা বছর। অরুণের কথায়, ‘‘যদি পরীক্ষার মধ্যে ছেলেদের রাখা না হয়, তা হলে সেই তাগিদের সঙ্গে ছেলেরা খাটবে না। সে জন্যই ছয় থেকে আট সপ্তাহ অন্তর ফিটনেস পরীক্ষা নেওয়া হবে।’’

বাংলার ফিজিক্যাল ট্রেনার সঞ্জীব দাসের নেতৃত্বে এ দিন চলে ইয়ো ইয়ো পরীক্ষা। তাঁর মতে, বাংলার ক্রিকেটারেরা যথেষ্ট ফিট। কিন্তু ফিটনেস আরও বাড়াতে পারলে ক্ষতি কী! সঞ্জীব বলেন, ‘‘অফিস ম্যাচ থাকার জন্য সবাইকে পাওয়া যায়নি। আপাতত ছ’জনকে নিয়েই ইয়ো ইয়ো টেস্ট শুরু করেছি। যে হেতু সামনে কোনও ম্যাচ নেই, তাই ফিজিক্যাল ট্রেনিংয়ের মাপকাঠিও বাড়ানো হয়েছে। আশা করি, পরের বার আরও ফিট হয়ে নামবে ছেলেরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bengal CAB Arun Lal Yo-Yo Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE