Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Yuvraj Singh

চিটফান্ডে টাকা রেখে ৫০ লক্ষ খোয়ালেন যুবরাজের মা

প্রায় এক কোটি টাকা বিনিযোগ করেছিলেন যুবির মা। বলা হয়েছিল, বার্ষিক ৮৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ৫০ লক্ষ টাকা ফেরত পানও তিনি।

মা শবনম কউরের সঙ্গে যুবরাজ।

মা শবনম কউরের সঙ্গে যুবরাজ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৬:১১
Share: Save:

প্রতারিত যুবরাজ সিংয়ের মা শবনম কউর। এক পনজি স্কিমে এক কোটি টাকা বিনিযোগ করেছিলেন তিনি। কিন্তু উদ্ধার করতে পেরেছেন মাত্র ৫০ লক্ষ টাকা।

প্রসঙ্গত, প্রায় এক কোটি টাকা বিনিযোগ করেছিলেন যুবির মা। বলা হয়েছিল, বার্ষিক ৮৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ৫০ লক্ষ টাকা ফেরত পানও তিনি। কিন্তু, কয়েক মাস পর আচমকাই টাকা ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে অভিযোগ করেন শবনম কউর। ইডি-র মুম্বই শাখা এখন এই ব্যাপারে তদন্ত করছে।

জানা গিয়েছে, যুবির মা-ই একা এই স্কিমে ক্ষতিগ্রস্ত হননি। আরও অনেকে একই ভাবে এই চিটফান্ডের শিকার হয়েছেন। এর আগে রাহুল দ্রাবিড়সাইনা নেহওয়ালের মতো ক্রীড়াবিদরাও একই ভাবে বিনিযোগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুবরাজ এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। রানও করছেন নিয়মিত। পরের বছর ইংল্যান্ড বিশ্বকাপে খেলার দিকে নজর রয়েছে তাঁর।

আরও পড়ুন: পূর্ণাঙ্গ বিদেশ সফরে ক্রিকেটারদের পাশে থাকুক স্ত্রী-রা, বোর্ডকে অনুরোধ বিরাটের​

আরও পড়ুন: ‘ব্র্যাডম্যানের টেস্টে ১০০ গড় হয়নি আমার দোষেই’

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Yuvraj Singh Ponzi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE