Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জ়িদানই যোগ্যতম, মানছেন মোরিনহো

স্পেনের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জানিয়েছেন, সমস্ত দিক বিচার করে দেখলে এর চেয়ে ভাল সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। মোরিনহো বলেছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ঠিক সিদ্ধান্তই নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ক্লাবের জন্য জ়িদানই যোগ্যতম ব্যক্তি।’’

জ়িনেদিন জ়িদানকে স্বাগত জানালেন জোসে মোরিনহো।—ছবি রয়টার্স।

জ়িনেদিন জ়িদানকে স্বাগত জানালেন জোসে মোরিনহো।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৪:৪৫
Share: Save:

দৌড়ে তাঁকে হারিয়েই আবার সান্তিয়াগো বের্নাবাউয়ে ফিরে এসেছেন তিনি। জ়িনেদিন জ়িদানকে স্বাগত জানালেন জোসে মোরিনহো।

স্পেনের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জানিয়েছেন, সমস্ত দিক বিচার করে দেখলে এর চেয়ে ভাল সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। মোরিনহো বলেছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ঠিক সিদ্ধান্তই নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ক্লাবের জন্য জ়িদানই যোগ্যতম ব্যক্তি।’’

গত মাসে কোপা দেল রে এবং পরে লা লিগায় বার্সেলোনার কাছে হারের পরেই সেই সময়ের ম্যানেজার সান্তিয়াগো সোলারির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যায়। সেই সময়ে রিয়াল কর্তাদের একাংশ আবার দায়িত্বে মোরিনহোকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ় ব্যক্তিগত ভাবে ফোনে যোগাযোগ করেন জ়িদানের সঙ্গে। তাঁর ডাকে সাড়া দিয়েই আবার পুরনো ক্লাবে ফেরেন জিজু।

মোরিনহো সেই প্রসঙ্গে বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত শুধু আমার পক্ষে বলেই নয়, রিয়াল মাদ্রিদ এবং জ়িদানের পক্ষেও অত্যন্ত ভাল বলে মনে করি।’’ আরও বলেছেন, ‘‘ম্যানেজার জ়িদানের কোনও তুলনা চলে না। আমি জানি, ওকে আবার নতুন একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে। নতুন ভাবে দলকে তৈরি করতে হবে। তবে দল পরিচালনার ক্ষেত্রে জ়িদান কতটা দক্ষ, সেটা সকলেই জানেন। আমি আবারও বলছি, ওর মতো ম্যানেজারকেই এই রিয়ালের প্রয়োজন ছিল।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিকে, নতুন ভাবে দায়িত্বে ফিরে আসার তিন দিনের মধ্যেই নিজের পছন্দের দল তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন প্রাক্তন ফরাসি তারকা। এফসি পোর্তোর ২১ বছরের ডিফেন্ডার এদের মিলিতাওকে সই করিয়েছে রিয়াল। ৪৩ মিলিয়ন পাউন্ডের (ভারতীয় মুদ্রায় ৩৯৫ কোটি টাকা) বিনিময়ে মিলিতাও ছ’বছরের চুক্তিতে যোগ দিয়েছেন রিয়ালে। স্প্যানিশ মিডিয়ার খবর, সের্খিও র‌্যামোসের বিকল্প হিসেবেই তাঁকে তৈরি করতে জ়িদান এই সিদ্ধান্ত নিয়েছেন। তা ছাড়াও টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের দিকেও নজর রয়েছে জ়িদানের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE