সংবাদ সংস্থা
এই বিশ্রামের মধ্যেই মুম্বইয়ে একটি চ্যারিটেবল ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে দেখা গেল ধোনিকে।
নিজস্ব প্রতিবেদন
ইডেনে ২৪ মার্চ বিকেলের ম্যাচে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে সামনে সানরাইজার্স হায়দরাবাদ। ২৭ মার্চ কলকাতার পরের ম্যাচও ইডেনে। সামনে কিংস ইলেভেন পঞ্জাব। কেকেআরের প্রথম অ্যাওয়ে ম্যাচ ৩০ মার্চ।
নিজস্ব প্রতিবেদন
ওমানের ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৭.১ ওভার। স্কটল্যান্ডের বোলাররা নিয়মিত আঘাত হানতে থাকেন ওমান ইনিংসে। স্কটল্যান্ডের রুয়াইদ্ধি স্মিথ ও অ্যাড্রিয়ান নিল চারটে করে উইকেট নেন। বাকি দুই উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স।
নিজস্ব প্রতিবেদন
এখনও পর্যন্ত চার ওয়ানডে ও আট টি-টোয়েন্টি খেলেছেন বিজয় শঙ্কর। একদিনের ক্রিকেটে পেয়েছেন মাত্র একটাই ইনিংস। যাতে করেছেন ৪৫ রান। চাপের মুখে এই ইনিংস প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেটমহলের। তবে কোনও উইকেট পাননি তিনি।
সংবাদ সংস্থা
বয়স হয়েছে। কিন্তু ‘টাচ’ বা ‘টেকনিক’ কমেনি। কমেনি ‘পাওয়ার হিটিং’য়ের জোরও। তাই এ বার যুবরাজ সিংহের রিভার্স সুইপ করে মারা ছয় নিয়ে শুরু হয়েছে জোরালো চর্চা।
নিজস্ব প্রতিবেদন
সদ্য অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেছেন কোহালি-রোহিতরা। অজিদের বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমান অস্ট্রেলীয় দলটির থেকে অনেক গুণে এগিয়ে কোহালির টিম ইন্ডিয়া। সফর থেকে ফিরে অজিদের সেরা একাদশ বাছলেন রোহিত। কারা ঠাঁই পেলেন সেই টিমে।
নিজস্ব প্রতিবেদন
মিচেল স্টার্কের অনুপস্থিতিতে আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অনেকাংশে নির্ভর করছে তরুণ তুর্কী জাই রিচার্ডসনের উপরে। তবে কোহালিকে সামলাতে রিচার্ডসন সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন হেডেন।
নিজস্ব প্রতিবেদন
ইংল্যান্ডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে ১৬ জুন ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। কিন্তু, সেই ম্যাচ পাকিস্তানকে ওয়াকওভার দেওয়ার পক্ষে জনমত ক্রমশ বাড়ছে।
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই দলটি প্রথম থেকেই আইপিএলের অন্যতম সেরা। এখনও পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০০৮ সালে প্রথম বার ফাইনালে উঠেছিল তারা। যদিও সেই ম্যাচে তিন উইকেটে রাজস্থানের কাছে হেরে যান ধোনিরা। দেখে নেওয়া যাক সে বারের ফাইনাল চেন্নাইয়ের সদস্যরা আজ কোথায়।
নিজস্ব সংবাদদাতা
কোচ ডেভিড রবার্টসন-সহ রিয়াল কাশ্মীরের সব ফুটবলার খেলার জন্য তৈরি হয়ে মাঠে নেমেছিলেন। ম্যাচ কমিশনার মাইকেল অ্যান্ড্রু ও রেফারিরাও হাজির ছিলেন ঠিক সময়ে। মাঠের বাইরে হাজার পাঁচেক দর্শক টিকিটের লাইনে দাঁড়িয়েও পড়েছিলেন। কিন্তু দরজা বন্ধ করে রাখা হয়েছিল ঝামেলা এড়ানোর জন্য। টিকিট দেওয়া হয়নি কাউকে। স্পনসর ও রিয়ালের ফ্যান ক্লাবের কিছু লোকজন ছিলেন গ্যালারিতে।
নিজস্ব সংবাদদাতা
মিনার্ভার মালিক রঞ্জিত বাজাজ ‘কাশ্মীরে খেলব না’ বললেও, শেষ পর্যন্ত সোমবার সকালে দল নিয়ে তিনি চলে আসতে পারেন ধরে নিয়ে খেলার জন্য প্রস্তুত ছিল ডেভিড রবার্টসনের দল। রিয়ালের কর্তারা কোচকে জানিয়েছিলেন, ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে।
নিজস্ব প্রতিবেদন
সোমবার রাতে এক টিভি চ্যানেলে বিস্ফোরক হরভজন বলেন, ‘‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একদমই খেলা উচিত নয় ভারতের। ভারতীয় দলের যা শক্তি, তাতে পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ না-খেলেও আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি।’’
নিজস্ব প্রতিবেদন
শামি জানিয়েছেন, নিহত জওয়ানদের পরিবারের পাশে সমস্ত ক্রিকেটার রয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা যখন দেশের হয়ে খেলি, ওঁরা তখন সীমান্ত রক্ষা করেন। আমরা সকলেই পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের পাশে আছি। সব সময়েই তাদের পাশেই থাকব।’’
নিজস্ব প্রতিবেদন
পুলওয়ামাতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের শুটারদের ভিসা পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এমনকি সোমবার সকাল পর্যন্ত ঠিক ছিল না, ভিসা আদৌ পাবেন কি না দুই শুটার।
শুভজিৎ মজুমদার
প্রবল ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করেই শনিবার সকালে বোজাঙ্গেলস কলেসিয়ামের সামনে হাজির কয়েক হাজার বাস্কেটবলপ্রেমী। এনবিএ ‘অল স্টার নাইট’-এর আগের দিন লেব্রন জেমসের মতো তারকারা সাংবাদিক বৈঠকের পরে ভক্তদের সামনেই প্র্যাক্টিস করেন। তা দেখার জন্যই এই ভিড়। তবে ইচ্ছে করলেই প্র্যাক্টিস দেখা যাবে না। আগে থেকে টিকিট কেটে রাখতে হবে।
নিজস্ব প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত পাঁচ বার সম্মুখসমরে লিভারপুল ও বায়ার্ন দু’দলই জিতেছে এক বার করে। এ বার দু’দলের তারকাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে ইংল্যান্ড। সাদিয়ো মানে-রবের্তো ফির্মিনো-মহম্মদ সালাহ বনাম হামেস রদ্রিগেস-লেয়নডস্কি-কিংসলে কোম্যান।
নিজস্ব প্রতিবেদন
মঙ্গলবার শেষ ষোলো পর্বে অলিম্পিক লিয়ঁ-র বিরুদ্ধে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে ঘুরেফিরে আসছে সেই বিবর্ণ স্মৃতি। এবং তারই সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। তা হল সাম্প্রতিক সময়ে আর্নেস্তো ভালভার্দের দলের সাদামাঠা ফুটবল এবং রক্ষণের দুর্বলতা।
নিজস্ব প্রতিবেদন
চলতি ফরাসি লিগে এই নিয়ে ১৯ নম্বর গোল হয়ে গেল এমবাপের। শুধু তাই নয়। ফরাসি লিগ ওয়ানে গত ৪৫ বছরের ইতিহাসে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে ২০ বছরের এমবাপে ১৮ ম্যাচে ১৯ গোল করে নতুন কীর্তিও স্থাপন করে ফেলেছেন।
নিজস্ব প্রতিবেদন
সোমবার শিলংয়ে লাজং এফসি-র বিরুদ্ধে শুধু জোড়া গোলই করলেন না পেদ্রো, ৪-২ জিতে ১৭ ম্যাচের পরে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই থেকে গেল তাঁর দল চেন্নাই। তাঁদের বাকি দুই গোলদাতা সান্দ্রো রদ্রিগেস ও নেস্তর গর্দিয়ো।
নিজস্ব সংবাদদাতা
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করে সে ভাবে সাফল্য পাননি। কিন্তু স্থানীয় ক্রিকেটে মোহনবাগানের হয়ে ২০ বলে সেঞ্চুরি করার নজির ছিল গত বছরই। ঋদ্ধি যদিও বলেছিলেন, ‘‘দলের স্বার্থে যে কোনও জায়গায় ব্যাট করতে আমি রাজি।’’ তাই বাংলা শিবিরের সিদ্ধান্ত অনুযায়ী চার নম্বরে ব্যাট করতেও তিনি প্রস্তুত।
নিজস্ব সংবাদদাতা
মনোজ যদিও সে সব নিয়ে ভাবতে চান না। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আদর্শ মেনে চলেন তিনি। মনোজ বলছিলেন, ‘‘আমি ধোনির একটি কথা খুব মেনে চলি। ও বলেছিল সবার কোনও না কোনও মতামত থাকে। আমিও সেটাই মনে করি। আমার ক্ষমতার মধ্যে যা আছে সেটা করে যাব। বাকিটা তো আমার হাতে নেই।’’
নিজস্ব প্রতিবেদন
২৪ ফেব্রুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ান ডে-র সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ। ‘‘আমার মনে হয় শুধু তরতাজা থাকাটাই যথেষ্ট নয়। বিশেষ করে ভারতে যখন আমরা খেলতে যাচ্ছি,’’ ক্রিকেট অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে বলেছেন ফিঞ্চ।
নিজস্ব সংবাদদাতা
আইএসএল এবং আই লিগ নিয়ে টালবাহানা বহুদিন ধরেই চলছে। গত বছরেও এ রকম চিঠি দিয়ে বেশ কয়েকবার সভা হয়েছিল ফেডারেশন সঙ্গে ক্লাব কর্তাদের। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আইএসএল খেলেনি।
নিজস্ব সংবাদদাতা
রবিবারই দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলে এ দিন গুজরাতের বিরুদ্ধে নামতে হয়েছে সৌরাশিস লাহিড়ীর দলকে। কিন্তু তাঁদের স্কোরবোর্ড দেখলে ক্লান্তির কোনও ছাপ খুঁজে পাওয়া যাবে না।
নিজস্ব প্রতিবেদন
ছয় বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়াকে অবশ্য এমন পরিস্থিতিতে আগেও পড়তে হয়েছে। গত বছর এশিয়া কাপের সময় তিতিবিরক্ত হয়ে সানিয়া বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকার ঘোষণাও করেছিলেন।
নিজস্ব প্রতিবেদন
চলতি মাসের শেষে দুবাইয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বৈঠক। সেখানেও এই প্রসঙ্গ তুলে ধরা হবে বলে জানিয়েছে পিসিবি। আইসিসি বৈঠকের অ্যাজেন্ডায় যদিও এই প্রসঙ্গ নেই।
নিজস্ব প্রতিবেদন
এ বারের প্রতিযোগিতার আকর্ষণ ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে ক্রিকেটারদের বেছে নেওয়ার সুযোগ। নিলামের মাধ্যমে দল গড়া রোমাঞ্চ আনে প্রতিযোগিতায়।
নিজস্ব প্রতিবেদন
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় একদিনের ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে ভারত ২-১ জিতেছিল। তারপর নিউজিল্যান্ডেও ৪-১ ফলে এসেছে সিরিজ জয়। যা বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে চিহ্নিত করছে।
সংবাদ সংস্থা
২০১৯ বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেল। আসন্ন ২০১৯ বিশ্বকাপই যে গেলের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সংবাদ সংস্থা
সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ভারতীয় দলের আর এক সদস্য চেতেশ্বর পূজারা ধরে রেখেছেন তিন নম্বর স্থান।
নিজস্ব প্রতিবেদন
২০১১ সাল থেকে বিরাট কোহালি তিন নম্বর স্লটকেই নিজের বানিয়ে ফেলেছেন। ৩২ শতরানও করে ফেলেছেন প্রথম উইকেট পড়ার পর নেমে। তিনে তাঁর গড় ৬২.৯৮। তবে চার নম্বরেও কোহালির পারফরম্যান্স খারাপ নয়।
সংবাদ সংস্থা
পুলওয়ামায় জঙ্গিহানার জেরে পাকিস্তান সুপার লিগের স্পনশরশিপের দায়িত্ব ছেড়ে দিল আইএমজি রিলায়্যান্স।
নিজস্ব প্রতিবেদন
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত সেনাদের সন্তানদের দায়িত্ব নিতে চেয়েছেন বীরেন্দ্র সহবাগ। ইরানি কাপ জয়ী বিদর্ভও তাদের পুরস্কারমূল্য দান করেছে নিহত সেনাদের পরিবারকে। এ বার তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন আর এক ক্রিকেটার শিখর ধওয়ন।
নিজস্ব প্রতিবেদন
আইপিএলের অন্যতম শক্তিশালী দল। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যেমন দলের প্রধান ক্রিকেটার, তেমনই রয়েছেন ডুপ্লেসি-জাডেজা-কেদারের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞরা। এ বারেও আইপিএল জয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ধোনিদের। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ধোনিদের সেরা একাদশ।
রতন চক্রবর্তী
রিয়াল কাশ্মীরের সঙ্গে পয়েন্টে একই বিন্দুতে (৩২ পয়েন্ট) অবস্থান করলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় দু’নম্বরে চলে এল ইস্টবেঙ্গল।
নিজস্ব প্রতিবেদন
রবিবার পিসিএ-র কোষাধ্যক্ষ অজয় ত্যাগী জানিয়েছেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা দেশ জুড়ে যে প্রতিবাদের জোয়ার উঠেছে, পিসিএ-ও তার পাশে রয়েছে।’’
নিজস্ব সংবাদদাতা
ফোনে রঞ্জিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘‘আমাদের দলে বিদেশি ফুটবলার রয়েছে। তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেব না। ফেডারেশন মৌখিক ভাবে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। কিন্তু আমাদের লিখিত ভাবে নিরাপত্তার আশ্বাস দিতে হবে। না হলে এই মুহূর্তে কাশ্মীরের ম্যাচ খেলতে যাওয়ার কোনও প্রশ্ন নেই।’’
নিজস্ব প্রতিবেদন
সিওএ প্রধান, বোর্ডের অন্য পদাধিকারী এবং রাজ্য সংস্থাগুলোর কাছে পাঠানো চিঠিতে খন্না লিখেছেন, ‘‘পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশের মতো আমরাও শোকাহত। প্রয়াত সিআরপিএফ জওয়ান এবং তাঁদের পরিবারকে পূর্ণ সমবেদনা জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদন
আমি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে গলা ফাটানোর কোনও প্রয়োজন আমার নেই।