Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মইয়াপ্পন নিছক উৎসাহী, এমন কথা নাকি বলেননি ধোনি

মহেন্দ্র সিংহ ধোনি কি সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটির সামনে মইয়াপ্পন নিয়ে মিথ্যে কথা বলেননি? মুদগল রিপোর্টে লেখা রয়েছে ধোনি কমিটিকে বলে আসেন, মইয়াপ্পন নিছকই একজন ক্রিকেট উৎসাহী ছিল। অথচ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র খবর সম্পূর্ণ অস্বীকার করেছে। অ্যাডিলেডে থাকা ধোনি নিজে মুখ খুলছেন না। কিন্তু ঘনিষ্ঠমহলে ক্ষুব্ধ সুরে বলেছেন, “এটা মিডিয়ায় আমার বিরুদ্ধে মিথ্যে ক্যাম্পেন হচ্ছে। আমি কোথায় বলেছি যে মইয়াপ্পন নিছক ক্রিকেট উৎসাহী? কোনও প্রমাণ আছে? কোনও ভিডিও বা অডিও রেকর্ডিং আছে?”

গৌতম ভট্টাচার্য
অ্যাডিলেড শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৫
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনি কি সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটির সামনে মইয়াপ্পন নিয়ে মিথ্যে কথা বলেননি?

মুদগল রিপোর্টে লেখা রয়েছে ধোনি কমিটিকে বলে আসেন, মইয়াপ্পন নিছকই একজন ক্রিকেট উৎসাহী ছিল। অথচ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র খবর সম্পূর্ণ অস্বীকার করেছে। অ্যাডিলেডে থাকা ধোনি নিজে মুখ খুলছেন না।

কিন্তু ঘনিষ্ঠমহলে ক্ষুব্ধ সুরে বলেছেন, “এটা মিডিয়ায় আমার বিরুদ্ধে মিথ্যে ক্যাম্পেন হচ্ছে। আমি কোথায় বলেছি যে মইয়াপ্পন নিছক ক্রিকেট উৎসাহী? কোনও প্রমাণ আছে? কোনও ভিডিও বা অডিও রেকর্ডিং আছে?”

সাধারণ ধারণা, মুদগল যার সঙ্গেই কথা বলুন না কেন, যাবতীয় কথোপকথন রেকর্ড রয়েছে। তার ভিত্তিতেই তো ধরা হয়েছে, ধোনি হলেন বন্ধ খামের সেই তথাকথিত প্লেয়ার নম্বর ২। যাঁর বিরুদ্ধে একটাই অভিযোগ, মইয়াপ্পন নিয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়া। তদন্ত কমিটি পরবর্তীকালে জানতে পারে আইপিএল চলাকালীন একাধিক বৈঠক করেছেন দু’জনে। মইয়াপ্পনের বডি গার্ডরাও নাকি জেরার মুখে বলেছে, তাদের সাহেবের সঙ্গে ধোনির বেশ কয়েক বার বৈঠক হয়েছে।

প্রশ্ন হল, ধোনির বয়ান যদি সত্যি হয়, তা হলে তিনি চুপ করে বসে আছেন কেন? মিডিয়ায় তাঁর মিথ্যে বলা নিয়ে এত লেখালিখি হচ্ছে। সেই সব ফোরামে তাঁর তো প্রতিবাদ করা উচিত। করছেন না কেন?

তা ধোনি শিবিরের বক্তব্য, তাঁরা তো করছেন। দিল্লির সর্বভারতীয় কাগজ ‘ধোনি মিথ্যেবাদী’ হেডলাইন করার সঙ্গে সঙ্গে ভারত অধিনায়ক সংশ্লিষ্ট সাংবাদিককে উকিলের চিঠি ধরিয়েছেন।

শোনা গেল, তেমন কোনও অপ্রীতিকর পরিস্থিতির উদয় হলে ধোনির পক্ষে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হতে পারে।

কোন পক্ষের দাবি যে সত্যি, আরও কিছু দিন না গেলে বোঝা যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE