Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিতর্কিত রেফারির কীর্তি

লালকার্ড দেখার পরও বাইরে তো যানইনি, প্রায় সাত মিনিট মাঠে থেকে গিয়েছেন সেই ফুটবলার। রেফারি সেটা দেখেনওনি। শেষ পর্যন্ত বিপক্ষ দল অভিযোগ তোলার পর ফুটবলারটিকে বের করে দেন রেফারি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৩
Share: Save:

লালকার্ড দেখার পরও বাইরে তো যানইনি, প্রায় সাত মিনিট মাঠে থেকে গিয়েছেন সেই ফুটবলার। রেফারি সেটা দেখেনওনি। শেষ পর্যন্ত বিপক্ষ দল অভিযোগ তোলার পর ফুটবলারটিকে বের করে দেন রেফারি। কোনও পাড়ার মাঠে নয়, অভিনব এই ঘটনা ঘটেছে যুবভারতীতে। বুধবার আইএসএলের গোয়া-কলকাতা ম্যাচে। এবং সেই ম্যাচে রেফারি ছিলেন যুক্তরাস্ট্রের বালডেমারো টোলেডো।

বুধবার ধুন্ধুমার ম্যাচে বিতর্কিত পেনাল্টি দেওয়ার পাশাপাশি টোলেবো লালকার্ড দেখান এফসি গোয়ার স্টপার পিনেইরোকে। কিন্তু পতুর্গালের ফুটবলারটি না কি মাঠের বাইরেই যাননি। পরে আটলেটিকো দে কলকাতার রিজার্ভ বেঞ্চ থেকে হইচই হওয়ার পর ভুল ভাঙে রেফারির। এই অভিযোগ তুলেছেন আটলেটিকো দে কলকাতার কর্তারা। টিমের অন্যতম মালিক উত্‌সব পারেখ বললেন, “আমরা না গুনে দেখলে তো ও খেলেই যেত। ম্যাচ কোয়ার্ডিনেটরের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি। রেফারি নিয়ে আর কত অভিযোগ করব?” কেন এমন হল? রেফারির বিরুদ্ধেই বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানার জন্য ফোন করা হয়েছিল ফডারেশনের রেফারি প্রধান গৌতম করকে। তিনি ফোন ধরেননি। গোয়ার কেউ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। গোয়া অবশ্য পিনেইরোকে অযথা লালকার্ড দেখানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে সংগঠকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl referee atletico de kolkata controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE