Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিশ্বকাপজয়ী ফুটবলার সই করিয়ে চমক জনের

কলকাতা টিমের সঙ্গে আটলেটিকো মাদ্রিদের যুক্ত হওয়ার মতোই বড় চমক! স্পেনের বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার জোয়ান কাপদেভিয়াকে আইকন ফুটবলার হিসাবে দলে নিয়ে আইএসএলে বড় চমক দিল উত্তর পূর্ব ইউনাইটেড ফুটবল ক্লাব। ২০১০-এ দেল বস্কির বিশ্বকাপ জয়ী টিমের সদস্য এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন টিমের তারকা কাপদেভিয়া এখনও অবসর নেননি।

জোয়ান কাপদেভিয়া: ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ডিফেন্ডার।

জোয়ান কাপদেভিয়া: ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ডিফেন্ডার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৪ ০২:১৫
Share: Save:

কলকাতা টিমের সঙ্গে আটলেটিকো মাদ্রিদের যুক্ত হওয়ার মতোই বড় চমক!

স্পেনের বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার জোয়ান কাপদেভিয়াকে আইকন ফুটবলার হিসাবে দলে নিয়ে আইএসএলে বড় চমক দিল উত্তর পূর্ব ইউনাইটেড ফুটবল ক্লাব। ২০১০-এ দেল বস্কির বিশ্বকাপ জয়ী টিমের সদস্য এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন টিমের তারকা কাপদেভিয়া এখনও অবসর নেননি। গত বছর লা লিগা খেলেছেন এসপ্যানিয়ল ক্লাবের জার্সি পরে। বিশ্বখ্যাত এই ফুটবলার কেন লা লিগা ছেড়ে ভারতে আইএসএল খেলতে আসছেন? “ফুটবলজীবনে যা সাফল্য পাওয়ার সব পেয়ে গিয়েছি। আর কিছু পাওয়ার নেই। নতুন একটা চ্যালেঞ্জ নিতেই ভারতে আসা। বিশাল দেশ ভারত। সেখানে ফুটবলের উন্নতির জন্য সামান্যতম সাহায্য করতে পারলেও খুশি হব,” এক প্রেস বিবৃতিতে বলেছেন কাপদেভিয়া। পাশাপাশি তাঁর সংযোজন, “গুয়াহাটি টিমের অন্যতম কর্তা জন আব্রাহামের সঙ্গে বেশ কয়েক বার কথা বলার পরই আমি ভারতে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিই।”

১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আট দলের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। কলকাতা টিম ইতিমধ্যেই কোচ ও আইকন ফুটবলারদের নাম ঘোষণা করেছে। বিশ্বকাপের জন্য বাকি দলগুলো তাদের ঘোষণা স্থগিত রেখেছিল। টুর্নামেন্ট শেষ হতেই সব দলই তাদের কোচ এবং ফুটবলারদের নাম ঘোষণা করতে শুরু করেছে। বুধবার গুয়াহাটির ফ্রাঞ্চাইজিরা কাপদেভিয়ার নাম জানিয়ে চমকে দিয়েছেন। আজ বৃহস্পতিবার নেহরু স্টেডিয়ামে দিল্লি দলের নাম, লোগো এবং কোচের নাম জানানো হবে। মুম্বইয়ের ঘোষণা হবে ২০ জুলাই। কাপদেভিয়ার মতো ফুটবলারকে পাওয়ার পর গুয়াহাটির দলের অন্যতম মালিক বলিউড তারকা জন আব্রাহাম বলেছেন, “কাপদেভিয়ার সঙ্গে ব্রাজিলে থাকার সময়ই আমি কথাবার্তা বলি। ওর মতো তারকা দলে যোগ দেওয়ায় আমাদের ভারতীয় ফুটবলাররা বাড়তি মোটিভেশন পাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE