Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ধোনি-মুদগল মুখোমুখি হয়তো ভিডিও বৈঠকে

শনিবার নারায়ণস্বামী শ্রীনিবাসন ও তাঁর জামাই গুরুনাথ মইয়প্পনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে মুখোমুখি বসাতে পারেননি মুদগল কমিটির সদস্যরা। এ দিকে আর মাত্র দু’সপ্তাহের মধ্যে আইপিএল স্পট ফিক্সিং তদন্তের রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি মুকুল মুদগলকে। শেষ পর্যন্ত তিনি তা পারবেন কিনা, তা নিয়েই এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৪ ০২:২৮
Share: Save:

শনিবার নারায়ণস্বামী শ্রীনিবাসন ও তাঁর জামাই গুরুনাথ মইয়প্পনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে মুখোমুখি বসাতে পারেননি মুদগল কমিটির সদস্যরা। এ দিকে আর মাত্র দু’সপ্তাহের মধ্যে আইপিএল স্পট ফিক্সিং তদন্তের রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি মুকুল মুদগলকে। শেষ পর্যন্ত তিনি তা পারবেন কিনা, তা নিয়েই এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্ট মুদগল কমিটিকে ৩১ অগস্টের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়ে ওঠেনি তাঁদের। ভারত অধিনায়কের সঙ্গে কথা না বললে এই তদন্ত অসম্পূর্ণ রয়ে যাবে বলে আগেই জানিয়েছেন বিচারপতি মুদগল। এখন সেই কাজটাই বাকি রয়ে গিয়েছে তাঁদের। রবীন্দ্র জাডেজার সঙ্গেও কথা বলতে চান তাঁরা।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারত অধিনায়কের সঙ্গে মুদগলদের কথা বলা না হয়ে উঠলে তদন্তের কাজ আদৌ ঠিক সময়ে শেষ হবে কিনা, তা নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে। বোর্ডসূত্রের খবর, ধোনিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। অভূতপূর্ব ঘটনাটি ঘটলে অবশ্য ঠিক সময়ে রিপোর্ট জমা পড়তে পারে। না হলে হয়তো একটি অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে আদালতের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানাবে মুদগল কমিটি।

বিদেশে থাকা ভারতীয় অধিনায়ককে ক্রিকেট সফর চলাকালীন কোনও কেলেঙ্কারির তদন্তের জন্য ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদের ঘটনা ভারতীয় ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কিন্তু এমনটাই হতে পারে বলে শনিবার রাতে বোর্ডের একটি সূত্র জানাল। ইংল্যান্ডে চলতি টেস্ট শেষের পর ধোনির সঙ্গে ভিডিও বৈঠক হতে পারে মুদগল কমিটির সদস্যদের।

শনিবার চেন্নাইয়ে শ্রীনিবাসন ও মইয়প্পনকে জিজ্ঞাসাবাদ করেন কমিটির অন্যতম সদস্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিজি আইপিএস বি বি মিশ্র ও কমিটির অন্য কয়েকজন সদস্য। দু’জনকে আলাদা ভাবে জেরা করা হয়। ওয়াকিবহাল সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানায়, শ্রীনি ও গুরু ছাড়াও পুলিশ কর্তা জি সম্পৎ কুমার, আভাস কুমার ও ইন্ডিয়া সিমেন্টসের কয়েকজন কর্তার সঙ্গেও কথা বলেন মিশ্ররা।

সময়সীমা বাড়ানোর আবেদন করা হবে কি না, তা ঠিক হতে পারে ২৭ অগস্ট, কমিটির রিভিউ বৈঠকে। ধোনি ভারতে ফেরার পর যদি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, তা হলে রিপোর্ট জমা দিতে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ হয়ে যেতে পারে। ফলে পিছিয়ে যেতে পারে সেপ্টেম্বরের শেষে নির্ধারিত বোর্ডের বার্ষিক সভা ও নির্বাচনও। মুদগল কমিটির রিপোর্ট জমা না পড়া পর্যন্ত ওই সভা হওয়া কঠিন। তাই শেষ পর্যন্ত হয়তো ধোনিকে ভিডিও কনফারেন্সেই বসতে হবে। তাঁর সঙ্গে জাডেজাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বিচারপতি মুদগল কয়েকদিন আগেই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন সেই উদ্যোগই নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dhoni mudgal confrontation video conference
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE