Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অ্যান্ডারসন কাণ্ড না মিটতেই নতুন বিতর্ক ইংল্যান্ড শিবিরে

ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে জেমস অ্যান্ডারসন ও রবীন্দ্র জাডেজার মধ্যে ধাক্কাধাক্কির অভিযোগ নিয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হল অস্ট্রেলিয়ার বিচারপতি গর্ডন লিউইসকে। ভারত ও ইংল্যান্ড দু’দলই এই ঘটনা নিয়ে একে অপরের ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এই অভিযোগই খতিয়ে দেখবেন বিচারপতি লিউইস।

পানশালায় গ্যারির সেই মাতলামির মুহূর্ত। ছবি: টুইটার

পানশালায় গ্যারির সেই মাতলামির মুহূর্ত। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৪ ০৩:১১
Share: Save:

ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে জেমস অ্যান্ডারসন ও রবীন্দ্র জাডেজার মধ্যে ধাক্কাধাক্কির অভিযোগ নিয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হল অস্ট্রেলিয়ার বিচারপতি গর্ডন লিউইসকে। ভারত ও ইংল্যান্ড দু’দলই এই ঘটনা নিয়ে একে অপরের ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এই অভিযোগই খতিয়ে দেখবেন বিচারপতি লিউইস। আইসিসি-র কোড অব কন্ডাক্ট কমিশনে অস্ট্রেলিয়ার এই প্রতিনিধি চলতি লর্ডস টেস্টের পর ২২ জুলাই দুই অভিযুক্ত ক্রিকেটারের সঙ্গে টেলিকনফারেন্স করবেন বলে জানিয়েছে আইসিসি। ওই টেলি বৈঠকে পরবর্তী শুনানির দিন স্থির হতে পারে। এ দিকে এই ঘটনা নিয়ে ভারত অযথা বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর বক্তব্য, “যে ঝামেলাটা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেওয়া যেত, সেই ব্যাপারটাকে নিয়ে আইসিসি পর্যন্ত কেন গেল ভারত, তা বুঝলাম না। এটা খুবই খারাপ লেগেছে আমার।” অন্য দিকে এক বিতর্ক মিটতে না মিটতে আর এক বিতর্ক ঢুকে পড়ল ইংল্যান্ড শিবিরে। ট্রেন্ট ব্রিজ টেস্ট ড্র রাখার ‘আনন্দে’ খেলা শেষ হওয়ার পর এক পানশালায় গিয়ে আকন্ঠ মদ্যপান করে জামা খুলে ফেলেন ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স। বেশি রাত হয়ে যাওয়ায় তাঁকে সেই পানশালা থেকে বেরও করে দেওয়া হয়। রাস্তায় দাঁড়িয়েই অর্ধনগ্ন গ্যারি গ্লাস হাতে নিয়ে ‘ইংল্যান্ড, ইংল্যান্ড’ বলে যখন চেঁচাচ্ছিলেন, তখন এক চিত্রসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে যান তিনি। একাধিক ব্রিটিশ সংবাদপত্রে তাঁর সেই ছবি ও পুরো ঘটনার বর্ণনা প্রকাশিত হওয়ার পর ইংল্যান্ডের কোচ পিটার মুরস তাঁকে শুধু সতর্ক করেই ছেড়ে দিয়েছেন। ব্রিটিশ মিডিয়ার খবর, সে দিন গ্যারির সঙ্গে অ্যান্ডারসন, রুট ও প্লাঙ্কেটও ছিলেন। তাঁদেরও না কি পানশালা থেকে বের করে দেওয়া হয় সে রাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE