Advertisement
২০ এপ্রিল ২০২৪
ভাঙার মুখে নেইমারের সম্পর্ক

শান্তির ম্যাচে নামতে পারেন স্বপ্নের তারকারা

শান্তির জন্য ফুটবল। গাজায় শান্তি ফেরাতে প্রদর্শনী ম্যাচের ডাক দিলেন স্বয়ং পোপ ফ্রান্সিস। যাতে খেলতে দেখা যেতে পারে লিও মেসি, নেইমারের সঙ্গে জিনেদিন জিদানের মতো কিংবদন্তিকেও। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এই ম্যাচে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং দিয়েগো মারাদোনাও। বিশ্ব ফুটবলের রাজপুত্র বলেছেন, পোপের আমন্ত্রণে সাড়া দিতে পারাটা তাঁর কাছে বিরাট সম্মানের ব্যাপার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৪ ০২:২৬
Share: Save:

শান্তির জন্য ফুটবল। গাজায় শান্তি ফেরাতে প্রদর্শনী ম্যাচের ডাক দিলেন স্বয়ং পোপ ফ্রান্সিস। যাতে খেলতে দেখা যেতে পারে লিও মেসি, নেইমারের সঙ্গে জিনেদিন জিদানের মতো কিংবদন্তিকেও। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এই ম্যাচে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং দিয়েগো মারাদোনাও। বিশ্ব ফুটবলের রাজপুত্র বলেছেন, পোপের আমন্ত্রণে সাড়া দিতে পারাটা তাঁর কাছে বিরাট সম্মানের ব্যাপার।

ম্যাচটা হওয়ার কথা ১ সেপ্টেম্বর রোমের অলিম্পিক স্টেডিয়ামে। ইন্টার মিলানের কিংবদন্তি জেভিয়ার জানেত্তির স্বেচ্ছাসেবী সংগঠন ও আর একটি সংস্থার যৌথ উদ্যোগে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘শান্তির জন্য এমন ম্যাচের উদ্যোগ নেওয়া হয়েছে যা আগে কখনও দেখা যায়নি।’

আর্সেনাল ও চেলসির প্রাক্তন ইজরায়েলি তারকা ইয়সি বেনাওন, ইতালির কিংবদন্তি রবার্তো বাজ্জো, জানেত্তি-ও খেলতে পারেন এই ম্যাচে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘আমাদের উদ্দেশ্য ফুটবল মাঠে বিভিন্ন ধর্মের সহাবস্থানের ব্যাপারটা ফুটিয়ে তোলা। অর্থ নয়, আমরা চাই ম্যাচটা যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে।” ‘শান্তির জন্য ম্যাচ’ এর পরিকল্পনা নিয়ে নাকি বছর খানেক আগেই জানেত্তির সঙ্গে কথা বলেছিলেন পোপ। গাজায় হিংসা থামাতে প্রাসঙ্গিক হয়ে ওঠায় এখনই ম্যাচটা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।

শান্তির খোঁজে ব্রাজিলের মহাতারকা নেইমারের বান্ধবী ব্রুনা মারকুয়েজাইনও। শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার মুখে। মার্কিন মুলুকে শুটিংয়ের ফাঁকে সাক্ষাৎকারে নাকি এমনই ইঙ্গিত দিয়েছেন ব্রুনা। দাবি ব্রাজিলের মিডিয়ার।

বিশ্বকাপের পর স্পেনের ইবিজায় নেইমারের ছুটি কাটানোর সময়ই নাকি সমস্যার সূত্রপাত। ব্রুনার সঙ্গে ইবিজাতেই প্রচণ্ড ঝগড়া হয় নেইমারের। জল এতটাই গড়ায় যে নেইমারকে ছাড়াই ব্রাজিলে ফেরত চলে আসেন ব্রুনা। এর মধ্যে আবার নেইমারের প্রাক্তন বান্ধবী গ্যাব্রিয়েলা লেনজিকেও ইবিজায় ছুটি কাটাতে দেখার ছবি সোশাল মিডিয়াতে প্রকাশ হতেই জল্পনা ছড়িয়ে পড়ে ব্রুনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে আবার গ্যাব্রিয়েলার কাছে ফিরে যাচ্ছেন বার্সেলোনার তারকা। না হলে ‘ব্রাজিলের বোমা’ যখন স্পেনে গেলেন ঠিক সেই সময়েই গ্যাব্রিয়েলাকেও দেখা যাবে কেন? তা ছাড়া ব্রুনার জন্মদিনে নেইমারের দায়সারা ছবি পোস্ট করার ব্যাপারটা জল্পনা আরও বাড়িয়ে দেয়। ব্রাজিলের মিডিয়া জানাচ্ছে, সমস্যা যে একটা রয়েছেই সেটা স্পষ্ট। এ বার সেটা ঢাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন দু’জনই।

নেইমার বা গ্যাব্রিয়েলা অবশ্য এই নিয়ে মুখ খোলেননি। তবে ব্রুনা সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘নেমারকে আমার ভাল লাগে, ওর প্রশংসা, ওকে সম্মান করি। যেটা সব সময় থাকবে।” কিন্তু সম্পর্কটা টিকবে কি? সেটাই প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gaza messi neymer maradona zidane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE