আইএসএলে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে গোল করার নজির তো বটেই। মার্কো মাতেরাজ্জির ম্যানেজার হিসেবে অভিষেক ম্যাচে জয় নিশ্চিত করার কারিগরও তিনি। আর সে জন্যই মারগাওয়ে এফসি গোয়াকে ২-১ গোলে হারানোর পরেই বলবন্ত সিংহের প্রশংসায় পঞ্চমুখ ইতালির বিশ্বকাপজয়ী প্রাক্তন ডিফেন্ডার ও চেন্নাইয়ান ম্যানেজার মাতেরাজ্জি। তাঁর কথায়, “শুরুর দশ মিনিট খুব কঠিন ছিল। কিন্তু তার পরে আর কোনও সমস্যা হয়নি। তার জন্য বলবন্ত আর এলানোকে অসংখ্য ধন্যবাদ। আমি ভারতীয় ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত্ দেখতে পাচ্ছি বলবন্তের মধ্যে।”
যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হয়। আর সেটা যদি অ্যাওয়ে ম্যাচ হয়, তা হলে তো কথাই নেই। কিন্তু অনেক সমস্যার মধ্যেও চেন্নাইয়ান এফসি যে তিন পয়েন্ট নিশ্চিত করতে পেরেছে, তা ভেবেই খুশি মাতেরাজ্জি। বলছিলেন, “আমরা ট্রেনিং করার জন্য পুরো সময় পাইনি। তবে মাঠের বাইরে কিংবা ভিতরে, আমার একটা পেশাদার টিম আছে। এবং এই জয় সবার পরিশ্রমে।”
মাতেরাজ্জির স্ট্র্যাটেজিরও প্রশংসা করতে হবে। বিশেষ করে যে ভাবে তিনি গোটা ম্যাচে গোয়ার মার্কি ফুটবলার রবার্ট পিরেসকে আটকেছেন। চেন্নাইয়ান এফসি-র ম্যানেজার বলছিলেন, “পিরেসের জন্য আমি শারীরিক চ্যালেঞ্জের উপর বেশি জোর দিয়েছিলাম। ও যদিও ইংল্যান্ডে খেলেছে। তাই এ সব চ্যালেঞ্জ সামলানোর অভিজ্ঞতাও আছে। তবে আমি খুশি, এখানে ম্যাচে কাজে লেগে গেল স্ট্র্যাটেজিটা।” চেন্নাইয়ান এফসি তাঁর সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি করলেও, মাঠে নামেননি মাতেরাজ্জি। কবে দেখা যাবে ফুটবলার মাতেরাজ্জিকে? তারকা ইতালিয়ান ডিফেন্ডার বলছিলেন, “আমাকে ছাড়াই তো টিম জিতেছে। এখনই মনে হয় না দরকার আছে আমাকে।”