ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ কলকাতার দল কেনা নিয়ে এত দিন ভাবা হচ্ছিল লড়াইটা ভূমিপুত্র সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খানের। কিন্তু এ বার সেই টক্করে হাজির শতবর্ষ প্রাচীন মোহনবাগানও। ফলে ক্রিকেট ও বলিউড তারকাদের সঙ্গে এ বার কলকাতার দল কেনায় লড়াই বাঙালির আবেগ এবং ঐতিহ্যের!
মহারাজ বনাম বাদশা-র ডুয়েল সরে গিয়ে ত্রিমুখী এই কলকাতা দখলের যুদ্ধে ১২৫ বছরের মোহনবাগান অবশ্য একা নামেনি। চুনী-সুব্রত-গোষ্ঠ পালদের ক্লাব হাত মিলিয়েছে দেশের অন্যতম সেরা স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা ‘র্যঁদেভু’-র সঙ্গে। যারা অতীতে আইপিএল-এ কোচি টাস্কার্স দলের অংশীদার ছিল। টিম রয়েছে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগেও। তার চেয়েও বড় তথ্য, এই সংস্থার অন্যতম এক পরামর্শদাতা লিয়েন্ডার পেজের খেলাধুলোর আঁতুরঘর সবুজ-মেরুন তাঁবু এবং মাঠ।
মুম্বই থেকে সংস্থার চেয়ারম্যান কিষান গায়কোয়াড় ফোনে এ দিন আনন্দবাজারের কাছে স্বীকার করে নেন আইএসএল-এ কলকাতার দলের জন্য তাঁরাও লড়তে নেমেছেন। বললেন, “আইএসএল-এ মোহনবাগানের সঙ্গে জোট বেঁধেই আমরা দরপত্র জমা দিয়েছি।” গত চার মরসুম ট্রফি নেই যে ক্লাবে তার সঙ্গে ফুটবলের আইপিএল-এ জোটবন্ধনের যৌক্তিকতা কোথায় তা জানতে চাইলে কিষানের পাল্টা প্রশ্ন, “মোহনবাগান ছাড়া ভারতীয় ফুটবল হয় নাকি? আর ফুটবলে যদি কিছু করতে হয় তা হলে কলকাতাই প্রথম পছন্দ। আর কোটি কোটি মোহনবাগান সমর্থকও তো আমাদের একটা ব্যাঙ্ক ব্যালান্স।” আর সৌরভ বনাম শাহরুখ? কিষান বলছেন, “দেখা যাক, ভাগ্য কার সঙ্গ দেয়। আমরা কিন্তু কলকাতার জন্য নিলামে শেষ পর্যন্ত লড়ে যাব। ওঁরা তারকা মানছি। আমাদের সঙ্গেও কিন্তু দেশের গর্ব মোহনবাগান রয়েছে।” দরপত্রে দ্বিতীয় পছন্দ বলে একটা ব্যাপার ছিল। কিষান সে কথা উঠতেই প্রথমে বলছেন, “পছন্দ একটাই। সেটা কলকাতা।” পরে স্বীকার করে নেন কোচি তাঁদের দ্বিতীয় পছন্দের শহর।