ভারত ইতিমধ্যেই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। যোগ্য দল হিসেবেই। এখন পর্যন্ত ওরা খুব ভাল ক্রিকেট খেলছে আর অপেক্ষায় রয়েছে মেলবোর্নে শেষ আটে দুই উপমহাদেশীয় প্রতিবেশী বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার। ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশ দারুণ লড়াকু মানসিকতা দেখিয়েছে। এটাই যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখিয়ে তাদেরও হারিয়ে দেয়, তা হলে কিন্তু পুল বি-তে চার নম্বর হয়ে যাবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে ২০১১ বিশ্বকাপ ফাইনালের রিপ্লে ২০১৫ কোয়ার্টার ফাইনালেই হয়ে যাবে।
ব্যাটে-বলে টুর্নামেন্টটা ভারতের জন্য নিখুঁত যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা গ্রুপ পর্যায়ে শক্তিশালী টিমগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সমাপ্তি হিসেবেও ভারতের জন্য সঠিক গেল ম্যাচ বেশ লড়ে বার করল ভারতীয়রা। প্রথম দু’টো বড় ম্যাচে ভারত টস জিতে আগে ব্যাট করেছিল। পরের দু’টোয় তাই রান তাড়া করে জেতায় ভারতীয় দল এই অনুভূতি নিয়ে নক আউটে যেতে পারল যে, প্রয়োজনীয় সব জায়গাই পরীক্ষিত হয়ে থাকল তাদের।
ভারতের জন্য আরও ভাল ব্যাপার, অধিনায়কও ভাল রান ব্যাটে নিয়ে নক আউটে যাচ্ছে। ভারতের এই ওয়ান ডে ইউনিটে অধিনায়ক ব্যাটিং লাইন-আপে ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য। কোয়ার্টার ফাইনাল থেকে চাপের সব ম্যাচে ভারত অধিনায়কের ব্যাটে রান নিয়ে নামার অর্থ, তার থেকে দলের বাকিদের মধ্যে আত্মবিশ্বাস জন্মানো।