নতুন অধিনায়ক, সবুজ পিচ এবং তেইশের আগুন। ব্রিসবেনে ভারতকে ওড়াতে এটাই আপাতত অস্ট্রেলিয়ার গেমপ্ল্যান।
মাইকেল ক্লার্কের হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার। কবে মাঠে ফিরবেন, কেউ জানে না। প্রত্যাশিত ছিল সহ-অধিনায়ক ব্র্যাড হাডিনই গাব্বায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন। কিন্তু প্রত্যাশিত রাস্তায় না হেঁটে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন স্টিভ স্মিথকে।
আর অধিনায়ক হয়েই স্মিথ প্রথম যে সিদ্ধান্তটা নিতে চলেছেন, তা নিজের ব্যাটিং অর্ডার নিয়ে। মাইকেল ক্লার্কের জায়গায় নিজেকে সম্ভবত চার নম্বরে তুলে আনছেন। আবার অনেকে বলছেন, তিন নম্বরেও স্মিথকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর অধিনায়ক নিজে কী বলছেন? “আমি ব্যাপারটা নিয়ে ভাবছি। তবে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আগে দেখি নির্বাচকেরা আমাদের কী দল দেন। তার পর ব্যাটিং অর্ডার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” স্মিথ তিন নম্বরে নামলে শন মার্শকে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে। দেখা যাবে দুই ভাইকে (শন এবং মিচেল) এক সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে খেলতে।