গত অক্টোবরের এল ক্লাসিকোর আগের ছবিটা ছিল এ রকম: লা লিগায় বার্সেলোনা তখন পর্যন্ত অপরাজিত। ধারাবাহিকতার অভাবে ভুগছে রিয়াল মাদ্রিদ। লিগ টেবলে তারা তৃতীয়। গ্যারেথ বেল চোট-আঘাতে ভুগছেন। রোনাল্ডোই একা গোল করছেন।
মার্চের এল ক্লাসিকোর আগে ছবিটা একটু আলাদা। শেষ পাঁচ লিগ ম্যাচে তিনটে জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগ টেবলের তিনে তারা। নেইমার ছন্দে নেই। লিগ শীর্ষে এখন রিয়াল। রোনাল্ডো গোলের মধ্যে। তাঁর সঙ্গে যুগ্ম ভাবে রিয়াল আক্রমণকে টানছেন বেল। বেঞ্জিমা, বেল, রোনাল্ডোর মিলিত গোলসংখ্যা ১১৭!
পাঁচ মাসের মধ্যেই বদলে গিয়েছে দুই ক্লাবের ছবি। রবিবার লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা মহারণের চব্বিশ ঘণ্টা আগে ‘শিকারি’ রিয়াল আর ‘শিকার’ বার্সেলোনা। যাদের লা লিগা খেতাব জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে জিততেই হবে বের্নাবাওতে। মহারণের আগে রিয়াল মাঝমাঠ তারকা জাবি আলোন্সোর হুঙ্কার, “আমাদের দলে আক্রমণাত্মক ফুটবলারের অভাব নেই। রোনাল্ডো, বেঞ্জিমা, বেল যে কোনও ম্যাচের ছবি পাল্টে দিতে পারে। এ ছাড়াও রিয়ালের রক্ষণ খুব ভাল। আমাদের দু’জন গোলকিপারও বিশ্বমানের।”