বারো উইকেট। ভারতীয় বোলারদের অ্যাডিলেড টেস্টে দু’ইনিংস মিলিয়ে সাফল্যের সংখ্যা। তাও অস্ট্রেলিয়া দু’বারই ইনিংস ছেড়ে দেয়। সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪৮ রানে হারার পিছনে তাই সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে বিরাট কোহলি আর মুরলী কার্তিক। কেন অজি ব্যাটসম্যানদের দাপট রুখতে ব্যর্থ হল ভারতীয় বোলাররা। ব্রিসবেন টেস্টে নামার আগে এই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠেছে।
“আমার মনে হয় ভারতের মিডিয়াম পেসাররা অ্যাডিলেডের পরিবেশের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেনি। শর্ট বল যেমন দিয়েছে রানও বিলিয়েছে প্রচুর। তাই অজি ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেনি,” বলে দেন প্রাক্তন অস্ট্রেলীয় বোলার ব্র্যাড হগ। তবে অ্যাডিলেডে ব্যর্থ হলেও ব্রিসবেনে কিন্তু ইশান্ত শর্মাদের ভাল পারফরম্যান্সের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। “ভারতীয় বোলারদের এই গ্রুপটা বেশ ভাল। ওদের ব্রিসবেনের পরিবেশের ফায়দা তোলার চেষ্টা করতে হবে। গাব্বার পরিবেশটা ওদের ভালই লাগবে বলে মনে হয়। তাই অ্যাডিলেডের থেকে ব্রিসবেনে সেটা আরও ভাল করে কাজে লাগাতে পারবে ওরা।”
ফিল হিউজের দুর্ঘটনার শোক কাটিয়ে আবার অজি শিবিরকে চেনা ছন্দে ফিরতে দেখেও খুশি হগ। মাঠে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অজিদের তর্কাতর্কির চেনা ছবিও তো দেখা গিয়েছে অ্যাডিলেডে। হগ বলে দেন, “মাঠে দুটো টিমেরই উৎসাহ আর উদ্দীপনা দেখে দারুণ লাগল। গত দু’সপ্তাহে যা ঘটেছে তার পর আবার ক্রিকেটে ফিরে আসাটা জরুরি ছিল। তাই ভাল লেগেছে মাঠে প্লেয়ারদের আবার রেষারেষি করতে দেখে।” সঙ্গে তিনি অবশ্য বলতে ভোলেননি, “তবে এটাও বলব এই আবেগটা যেমন ভাল তেমনই দেখতে হবে এতে যেন ম্যাচের কোনও ক্ষতি না হয় বা খেলার গতি কমে না যায়।”