তিনে তিন। কল্যাণীর সবুজ উইকেট বা সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠের অপেক্ষাকৃত কম বিপজ্জনক বাইশ গজ কোথাও বাংলাকে একদিনের ম্যাচে হারাতে পারেনি পূর্বাঞ্চলের কোনও দল। শনিবার চারে চার করার জন্য বিজয় হাজারে ট্রফির আঞ্চলিক পর্বের শেষ ম্যাচকে প্রথম ম্যাচের মতোই গুরুত্ব দিচ্ছেন বাংলার ক্যাপ্টেন ও কোচ। লক্ষ্মীরতন শুক্ল পরিষ্কারই জানিয়ে দিলেন, “ধরে নিচ্ছি, কালকের ম্যাচটাই আমাদের প্রথম ম্যাচ। সে ভাবেই খেলব।”
ভারতীয় দলের ‘স্ট্যান্ড ইন’ ক্যাপ্টেন বিরাট কোহলি ইদানীং যে ভাবে সতীর্থদের মধ্যে নির্দয় হয়ে ওঠার মানসিকতা তৈরির চেষ্টা করছেন। বলছেন, “কোনও ম্যাচেই আমরা শত্রুকে ছাড়ব না, সে সিরিজের অবস্থা যেমনই থাক না কেন।” বাংলার ড্রেসিংরুমেও এখন যেন সেই হাওয়া।
শনিবার বিপক্ষ অসম। যাদের সামনে আবার বাংলাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে নক আউটে পৌঁছনোর হাতছানি। কিন্তু ধীরজ যাদবদের সামনে কোনও মতেই মাথা নোয়াতে রাজি নয় বাংলা। মূলপর্বে উঠে পড়া সত্ত্বেও আপসের প্রশ্নই নেই বলে জানিয়ে দিলেন কোচ অশোক মলহোত্রও। বলে দিলেন, “কালকের ম্যাচ হাল্কা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। আগের তিন ম্যাচে যে স্পিরিট নিয়ে খেলেছে ছেলেরা, কালও সেই স্পিরিট নিয়েই খেলবে।”