চলতি বিশ্বকাপে পরপর অঘটনে যখন তোলপাড় ফুটবলবিশ্ব, তখনই ইংল্যান্ডে এক স্টিং অপারেশনে উঠে এল গড়াপেটা চেষ্টার এক চাঞ্চল্যকর অভিযোগ। যার কেন্দ্রে রয়েছে বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া আফ্রিকান শক্তি ঘানা।
অভিযোগ উঠেছে, ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে ঘানার ফুটবলারদের কাছে এসেছিল দুই ব্যক্তি। এক জন ফিফার এক এজেন্ট, অন্য জন ঘানার এক ক্লাব কর্তা। সে দেশের একটি ম্যাচ গড়াপেটা করতে চেয়েছিল তারা। স্টিং অপারেশনে উঠে এল এই তথ্য। ঘানার ফুটবল সংস্থা জিএফএ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, তাদের বিশ্বকাপ দলের কোনও ফুটবলারের কাছে এমন প্রস্তাব আসেনি। উল্টে তারা পুলিশকে এই ঘটনার তদন্তের অনুরোধ জানিয়েছে। এমনকী যে চ্যানেলে ও সংবাদপত্র এই স্টিং অপারেশন চালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছেন সংস্থার প্রেসিডেন্ট কোয়েশি নিয়ানটাকি।
ইংল্যান্ডের ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ ও চ্যানেল ফোর-এর স্টিং অপারেশন দেখায়, ফিফার এক লাইসেন্সড এজেন্ট ক্রিস্টোফার ফোরসিথ ও ঘানার এক ক্লাব কর্তা ও অনূর্ধ্ব ২০ দলের ম্যানেজার ওবেদ নকেটিয়া বলছেন, তাঁরা ঘানার দু’টি ম্যাচ গড়াপেটা করার জন্য ম্যাচপ্রতি এক লক্ষ পাউন্ড পর্যন্ত ঢালতে রাজি। নিজেরাই সেই ম্যাচের রেফারি বাছাই করে তাদের দিয়ে ম্যাচের ফল আগে থেকেই ঠিক করার পরিকল্পনা ছিল এই দু’জনের।