ফিল হিউজ-আতঙ্ক ফিরল অস্ট্রেলিয়ায়! ফিরল আর এক হিউজের হাত ধরে!
ইনি ড্যানিয়েল হিউজ। শনিবার বাইশ গজে যাঁর দুর্ঘটনা প্রায় অবিকল ফিল হিউজের ট্র্যাজেডির অ্যাকশন রিপ্লে। ফিলের মতো তাঁরও মাথার নীচে বল লাগল। সেই হেলমেটের আওতার সামান্য বাইরে। ফিলের মতোই ঘাতক সেই বাউন্সার। ফিলের মতোই হুক শট খেলতে গিয়ে বাউন্সার আছড়ে পড়ল। ফিলের মতোই মাঠে অজ্ঞান হয়ে গেলেন। ফিলের মতোই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হল। ম্যাচ বন্ধ রেখে।
তফাতের মধ্যে, ফিল হিউজ তার পর আর চোখ খোলেননি। ড্যানিয়েল হিউজ খুললেন, কয়েক মিনিট অজ্ঞান থেকে, অস্ট্রেলীয় ক্রিকেটমহলে তোলপাড় ফেলে দিয়ে। তফাতের মধ্যে, ফিল হিউজের যেখানে লেগেছিল ড্যানিয়েলের লাগল তার মাত্র কয়েক মিলিমিটার দূরে।