এক দিকে সুপ্রিম কোর্ট হলে অন্য দিকে ললিত মোদী। মঙ্গলবার সকাল থেকেই একের পর এক বাউন্সারে বিব্রত নারায়ণস্বামী শ্রীনিবাসন।
এ দিন সকাল সকাল সুপ্রিম কোর্টের বিচারপতিরা শ্রীনির বোর্ডের তিন দফা দাবিকে নস্যাৎ তো করে দিলেনই, উল্টে ইঙ্গিত দেওয়া হল, শ্রীনিদের ‘ডিলে স্ট্র্যাটেজি’-ও সম্ভবত আর কাজ করবে না! ক্রিকেট ও আইনজীবী মহলের কেউ কেউ আশঙ্কা করছিলেন যে, পরের পর শুনানির দিন সংগ্রহ করে যতটা সম্ভব মামলাকে টানতে চাইছে বোর্ড। কারণ, আগামী মে মাস থেকে আদালতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আদালত ফের বসতে বসতে জুলাইয়ের প্রথম সপ্তাহ। তার মধ্যে আবার আইপিএল মামলার অন্যতম মুখ্য বিচারপতি এ কে পট্টনায়েকও অবসর নিয়ে ফেলবেন! বলা হচ্ছিল, কোনও মতে এপ্রিল মাসটা কাটিয়ে দিতে পারলে লাভ শ্রীনির। কারণ ছুটির পর আইপিএল মামলা পড়বে নতুন বেঞ্চের হাতে। যেখানে নতুন করে সব কিছু বিবেচনা করে দেখা অসম্ভব নয়।
কিন্তু বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মার কথা অনুযায়ী, শ্রীনিদের সে আশা পূর্ণ নাও হতে পারে। আদিত্যর কথায়, প্রয়োজন মনে করলে গরমের ছুটিতেও আদালতের স্পেশ্যাল বেঞ্চ খোলা রাখা হবে, শুনানি চলবে এমন ইঙ্গিতই নাকি এ দিন পাওয়া গিয়েছে। আদিত্য এও বলছেন, বিচারপতি পট্টনায়েক নাকি চাইছেন অবসরে যাওয়ার আগে আইপিএল মামলার চূড়ান্ত রায় দিয়ে যেতে।