বিশ্ব ক্রিকেটে ক্ষমতা দখলের চেষ্টায় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে যে ভাবে জোট বেঁধেছে ভারত, তা মোটেই পছন্দ নয় ইমরান খানের। পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার টুইটার মারফত তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন। মঙ্গলবার ইমরান টুইট করেন, “বিগ থ্রি-র এই ভাবনাটা ক্রিকেট বিশ্বকে ভেঙে দেবে। আমার মনে আছে, ’৯৩ সালে আইসিসি-তে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলাম। সেখানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার স্বৈরতান্ত্রিক মনোভাবের কথা এখনও ভুলিনি।”
এতেই শেষ নয়, ইমরান আরও লিখেছেন, “আর এখন শুধু আর্থিক শক্তির জন্য ভারত এই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দলে ভিড়ছে। অথচ ’৯৩ সালে ভারত আমাদের সঙ্গেই ছিল। এই নতুন প্রস্তাবের সঙ্গে আমি একেবারেই একমত নই।”
এক দিকে যখন ইমরান খানের মতো প্রাক্তনরা সরব হচ্ছেন ‘তিন প্রধানের’ এই নীতির বিরুদ্ধে, তখন অন্য আশঙ্কাও দানা বাঁধতে শুরু করেছে।