নির্বাচনী ঝামেলার জেরে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হারানোর আটচল্লিশ ঘণ্টার মধ্যে নতুন বরাত পেয়ে গেল কলকাতার দর্শককুল।
আগামী ২৭ মে-র প্রথম কোয়ালিফায়ার পেয়ে গেল ইডেন গার্ডেন্স। শনিবার আইপিএল গর্ভনিং কাউন্সিল বৈঠকরে পর সিএবির প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর পড়ে গেল মুম্বইয়ে।
চেন্নাই পুরসভার সঙ্গে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার ঝামেলার কারণে চিপক থেকে চারটে ম্যাচ সরে গেল। দু’টো সিএসকে-র হোম ম্যাচ। যা কি না গেল রাঁচিতে। এ ছাড়াও একটা কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর হওয়ার কথা ছিল চিপকে। সে দু’টোও সরে গেল। কোয়ালিফায়ার পেয়ে গেল ইডেন। এবং পরের দিনের এলিমিনেটর পেয়ে গেল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম।