মহম্মদ শামির বহুদিন ভারতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর রান আপে একটু পরিবর্তন আনতে হবে। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য দিতে এখন বাংলাদেশে শোয়েব। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যা দেখেছি তাতে মনে হয়েছে ভারতীয় দলে শামিই এখন সেরা পেসার। ওর প্রতিভা রয়েছে। সেটা যাতে কাজে লাগানো যায় সে ব্যাপারে যত্ন নিতে হবে। মনে হয় ওর টেকনিকে একটু সমস্যা রয়েছে। ওর রান আপটা ঠিক মসৃণ নয়। আগামী দিনে আরও ভাল পারফর্ম করতে হলে এই সমস্যাটা শুধরে নিতে হবে।”
শামির রান আপ সমস্যা নিয়ে বিশদে জানতে চাইলে শোয়েব বলেন, “ওর রান আপটা ধারাবাহিক নয়। বল করতে ক্রিজের দিকে যখন ছুটে আসে তখন ওকে দেখে মনে হয় খুব পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত নয়। বোলিং অ্যাকশনটা মসৃণ হওয়া উচিত। তাতে ধারাবাহিক ভাবে বোলিংয়ে প্রচুর গতি পাওয়া যায়। এই জায়গাটা নিয়ে খাটলে শামি ভারতীয় দলে দীর্ঘদিন খেলতে পারবে।”