অপেক্ষার আর মাত্র পাঁচ দিন। যখন বের্নাবাওয়ে দেখা যাবে রোনাল্ডো বনাম মেসি মহারণ। যে ম্যাচকে বিশ্বফুটবল চেনে ‘এল ক্লাসিকো’ নামে।
আর স্প্যানিশ মহাযুদ্ধের আগেই রিয়াল মাদ্রিদকে আগাম সতর্কবার্তা পাঠিয়ে দিলেন মেসি। তা-ও আবার হ্যাটট্রিকের সৌজন্যে। রবিবার রাতে ওসাসুনাকে ৭-০ উড়িয়ে বার্সেলোনা টিকে থাকল লা লিগা খেতাবের দৌড়ে। সঙ্গে আবার প্রত্যাবর্তন ঘটল মেসি-ম্যাজিকের। যে মহাতারকা প্রসঙ্গে গত কয়েক সপ্তাহে ফুটবল বিশেষজ্ঞদের মন্তব্য ছিল, “মেসির জাদু ক্রমশ ম্লান হয়ে আসছে।” যে সমালোচনার জবাব গোল করেই দিলেন মেসি।
শুধুমাত্র হ্যাটট্রিক নয়। গড়লেন নতুন নজিরও। হ্যাটট্রিক করে ক্লাব কিংবদন্তি পওলিনহো আলকানতারার ৩৬৯ গোলের রেকর্ড ছাপিয়ে বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন লিওনেল মেসি। ৪৫৩ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৩৭১। রেকর্ড সংখ্যক গোল করে ম্যাচ শেষে মেসি বলেন, “বার্সেলোনার মতো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়া গর্বের ব্যাপার।” সঙ্গে তিনি যোগ করেন, “যদি কর্তারা চান, আমি সারা জীবন বার্সেলোনায় থাকতে রাজি। আমি খুব খুশি।”