তিন দিন আগে ছবিটা ছিল ঠিক এই রকম- বার্সেলোনা চিন্তায়। আর রিয়াল মাদ্রিদ ফুরফুরে মেজাজে। ফুটবল বিশেষজ্ঞরা তো বলেই দিয়েছিলেন, মার্চের এল ক্লাসিকো সবচেয়ে একতরফা হতে চলেছে। যে লড়াই অনায়াসে জিতবে রোনাল্ডোর রিয়াল। কিন্তু রবিবার বার্সেলোনার জয়ের পরে ছবিটা ঠিক উল্টো- রোনাল্ডো যখন শাস্তির মুখে, লিওনেল মেসি পেতে চলেছেন ফুটবলবিশ্বের সবচেয়ে দামি চুক্তি।
ক্লাসিকো শেষে ম্যাচ রেফারি মায়েঙ্কোর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে রোনাল্ডো বলেছিলেন, “রেফারি খুব টেনশনে ছিলেন। এল ক্লাসিকোর মতো বড় ম্যাচে অনেক খারাপ সিদ্ধান্ত দিয়েছেন। ম্যাচটা হেরেছি বলে বলছি না। রেফারিং খুব খারাপ হয়েছে।” সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগে সিআর সেভেন যোগ করেন, “অনেকেই চায় না রিয়াল মাদ্রিদ জিতুক। রিয়াল জিতলে অনেকেরই হিংসে হয়। সবাই চায় বার্সেলোনা খেতাবের লড়াইয়ে থাকুক।”
স্বাভাবিক ভাবেই রোনাল্ডোর এই বিস্ফোরণ ফুটবলবিশ্বে ঝড় তুলে দিয়েছে। শোনা যাচ্ছে রোনাল্ডোর বিরুদ্ধে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে অভিযোগ জানিয়েছে স্পেনের রেফারি কমিটি। বুধবার যা নিয়ে বৈঠকে বসছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন কর্তারা। যার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, রোনাল্ডোকে শাস্তি দেওয়া হবে কি না।