সবিস্তার জানতে ক্লিক করুন।
শ্রীনির পদক্ষেপ তবু আগাম আঁচ করতে পারছিল ক্রিকেটমহল। কিন্তু ধোনির আচমকা মুখ খোলায় অনেকেই অবাক। সুপ্রিম কোর্টে আইপিএল স্পট ফিক্সিং মামলা চলার সময় স্বার্থের সংঘাত প্রশ্নে ধোনির নাম জড়িয়েছিল। বলা হয়েছিল কী করে তিনি একই সঙ্গে ভারত অধিনায়ক, সিএসকে অধিনায়ক আর ইন্ডিয়া সিমেন্টসের পদাধিকারী হতে পারেন? আবার মুদগল কমিশনের পেশ করা মুখবন্ধ খামে তেরো ক্রিকেটারের নামের মধ্যে তাঁরও নাম আছে কি না, সেটা নিয়ে প্রবল জল্পনা চলেছে। যা নিয়ে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নামার আগে ধোনি বলে দিলেন, এ সব দেখে-দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি।
“একটা ব্যাপার এখন খুব ভাল করে জেনে গিয়েছি। যা-ই হয়ে থাকুক না কেন, ভারতীয় ক্রিকেটে কিছু একটা হওয়া মানে সঙ্গে সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হবে। এই একটা ব্যাপার মিটল, এখন নতুন কিছু একটা তুলে আনা হবে। এটা চলতেই থাকবে। একটা শেষ হলে আমাকে জড়িয়ে আরও একটা কিছু ছড়ানো হবে। আমি এ সবের সঙ্গে মানিয়ে নিয়েছি,” বলে দিয়েছেন ভারত অধিনায়ক। সঙ্গে আরও যোগ করেছেন, “কিছুই না থাকলে বানিয়ে একটা ছোট-বড় কিছু একটা ছেড়ে দেওয়া হবে। আমাকে সব সময় এগুলো নিয়েই চলতে হয়। এই যেমন এখন একটা ব্যাপার শেষ হল। আগামী কয়েক দিনে হয়তো নতুন একটা কিছু শুরু হবে।”
ধোনিকে নিয়ে আগামী কয়েক দিনে নতুন কিছু ঘটবে কি না, সময় বলবে। শ্রীনি-নাটকে কিন্তু আগামী কয়েক দিনে ভাল মশলার সম্ভাবনা পাচ্ছেন কোনও কোনও বোর্ড কর্তা। ইতিমধ্যেই জোরালো জল্পনা চলছে যে, বোর্ড প্রেসিডেন্টের সিংহাসন বাঁচাতে সিএসকে-তে ইন্ডিয়া সিমেন্টসের শেয়ার নাকি বিক্রি করে দিচ্ছেন শ্রীনি। শুধু তাই নয়, আর কয়েক দিনের মধ্যে আদালতেও হলফনামা পাঠিয়ে জানিয়ে দেবেন যে, তাঁর কোম্পানির সঙ্গে সিএসকের আর কোনও সম্পর্ক নেই। তাই কোনও স্বার্থের সংঘাত বা বাণিজ্যিক স্বার্থ থাকার আর কোনও সম্ভাবনাও নেই। তিনি নাকি আবেদন করতে পারেন যে, আদালত যা নির্দেশ দিয়েছিল, তা তিনি যখন পালন করেছেন, তখন তাঁকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হোক।
শোনা গেল, শ্রীনি নাকি ইতিমধ্যে ঘনিষ্ঠদের আশ্বস্ত করেছেন যে, আইনজীবীদের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে। কী করবেন, সেটাও মোটামুটি ঠিক করেছেন। এখন তিনি নাকি অপেক্ষা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠকের। মনে করা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট কে হবেন, তা অনেকটাই নির্ভর করবে জেটলির সমর্থন কোন দিকে থাকে, তার উপর। বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিরে না গেলে বৈঠকের সময় বার করা সম্ভব হচ্ছে না। তার পরই নাকি আদালতে হলফনামা পেশ করতে দেখা যেতে পারে শ্রীনিকে। কিন্তু তাতেও যে নির্বাচনে অপসারিত বোর্ড প্রেসিডেন্ট দাঁড়াতে পারবেন, গ্যারান্টি কোথায়? রায়ে তো বলা আছে, যতক্ষণ কেউ বাণিজ্যিক স্বার্থের সঙ্গে জড়িয়ে থাকবেন, বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। শুধু তাই নয়, তিন সদস্যের কমিশনও তদন্ত করবে পাশাপাশি। আর যেটা দেরিতে আসবে, গ্রাহ্য করা হবে সেটা। কিন্তু তাতেও অনড় শ্রীনি শিবির। বলা হচ্ছে, শ্রীনি বাণিজ্যিক স্বার্থ বা স্বার্থের সংঘাত থেকে মুক্ত সত্যি হচ্ছেন কি না, সেটা কোম্পানি রেজিস্ট্রেশন খতিয়ে দেখলেই বোঝা যাবে। বোঝা যাবে, সিএসকের সঙ্গে ইন্ডিয়া সিমেন্টসের সম্পর্ক আর আছে কি না। তার জন্য তদন্ত কমিশনের কী দরকার?
টুইটার-বিতর্কে কোহলি
নিজস্ব প্রতিবেদন
সবিস্তার দেখতে ক্লিক করুন...