ব্রাজিল বিশ্বকাপে সিআর সেভেন আছেন, না নেই?
ফুটবল-মহাযজ্ঞের যখন বাকি আর দিন সাতেক, তখন পতুর্গাল মহানায়ককে নিয়ে আশঙ্কার মেঘ আরও ঘনীভুত হয়ে উঠল পর্তুগিজ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে। যেখান থেকে স্পষ্ট— এক নয়, দু’টো চোটে ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কত দিনে তিনি সুস্থ হয়ে উঠবেন সেটা নিশ্চিত করে ফুটবল ফেডারেশন থেকে বলা হচ্ছে না। রোনাল্ডোর সতীর্থদের কাউকে কাউকে বেশ সন্দিহান দেখাচ্ছে। সব মিলিয়ে রোনাল্ডো কবে বিশ্বকাপে নামতে পারবেন কেউ জানে না। তবে ধরেই নেওয়া হচ্ছে ১৬ জুন জার্মানির বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে রোনাল্ডোর নামা মুশকিল।
দিন কয়েক আগে এক স্প্যানিশ কাগজে রোনাল্ডোর চোট নিয়ে খবর বেরোয়। কিন্তু সেটা যে এতটা গুরুতর, মোটেও আন্দাজ পাওয়া যায়নি। শরীরের দু’জায়গায় তাঁর চোট। বাঁ উরুতে আর বাঁ হাঁটুর মালাইচাকির টেন্ডনে। যাকে বলা হচ্ছে প্যাটেলার টেন্ডনাইটিস। যেটা বেশি গুরুতর। বুধবার এক বিবৃতির মাধ্যমে সরকারি ভাবে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে যা জানিয়ে দেওয়া হয়।