আইসিসি বোর্ডের সভায় যোগ দিয়েও শান্তি নেই শ্রীনিবাসনের। অশান্তি বাড়তে পারে ভারতীয় বোর্ডেরও। এ বার বোর্ডের পদাধিকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা করার হুমকি দিলেন বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা। পাল্টা প্রস্তুতি শুরু হয়েছে বোর্ড মহলেও। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে শ্রীনির আইসিসি সিংহাসনে বসার স্বপ্ন যাতে চুরমার না হয়ে যায়, সে জন্য তাঁর শিবিরও ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে। বুধবার মুদগল কমিশনে ধোনি, শ্রীনি-র বিবৃতির বিবরণ ও রেকর্ডিং চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল তারা।
যে আইপিএলের কেলেঙ্কারি নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট মহল, সেই আইপিএলের সপ্তম মরসুম শুরুর দিনই, অর্থাৎ আগামী বুধবার স্পট ফিক্সিং কেলেঙ্কারি মামলার শুনানি আছে। তার আগেই আবার আসরে নেমে পড়লেন আদিত্য। সুপ্রিম কোর্ট বিসিসিআই-এর যাবতীয় কার্যকলাপ থেকে তাঁকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া সত্ত্বেও শ্রীনিবাসনকে আইসিসি-র সভায় পাঠানো হল কী করে, এই প্রশ্ন তুলে ফের আদালতে যাওয়ার হুমকি দিলেন তিনি। বুধবার আইসিসি থেকে যে ই-মেল পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে মিটিংয়ে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করেছেন শ্রীনি।
আনন্দবাজারকে সন্ধ্যায় আদিত্য বলেন, “এটা আদালত অবমাননা ছাড়া কিছুই না। আদালত যেখানে স্পষ্ট বলে দিয়েছে, শ্রীনিবাসন বোর্ডের কোনও কাজে হাত দিতে পারবে না এবং ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে যুক্ত কেউই বোর্ডের প্রশাসনিক কাজ করতে পারবে না, সেখানে শ্রীনির আইসিসি-র সভায় যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। সে জন্যই পরবর্তী শুনানির আগেই সুপ্রিম কোর্টে ‘কনটেম্পট্ পিটিশন’ করছি। এবং এটা শ্রীনির বিরুদ্ধে নয়, বোর্ডের সমস্ত পদাধিকারীর বিরুদ্ধে। বোর্ডই তো শ্রীনিকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে। আদালতকে ওরাই অসম্মান করেছে। সব দেখেশুনে তো মনে হচ্ছে বোর্ড সর্বোচ্চ আদালতকেও পরোয়া করে না।”