ভবিষ্যদ্বাণীটা আমি সচরাচর করি না। কিন্তু ব্রাজিলে বিশ্বকাপ ‘বিজনেস এন্ডে’ ঢুকে পড়ায়, টুর্নামেন্টের শেষের দিকে একটুআধটু ভবিষ্যদ্বাণী করার লোভ সামলাতেও পারছি না।
প্রথমেই মনে হচ্ছে, শনিবার চিলির বিরুদ্ধে ব্রাজিলের লড়াইটা মোটেই সহজ হবে না। পার্কে বেড়াবার মতো অনায়াসে নেইমাররা জিতে কোয়ার্টার ফাইনাল চলে যাবে ভাবলে ভুল হবে। যদিও কাগজকলমে ব্রাজিল অনেকখানি এগিয়ে।
কিন্তু গত কয়েক বছরে দেশজ ফুটবলের ধারাটা হল, ছোটমাপের দলগুলো বড়মাপের প্রাক্তন ফুটবল তারকাকে নিজেদের জাতীয় দলের সঙ্গে হয় পরামর্শদাতা হিসাবে যুক্ত করছে। কিংবা সফল ক্লাব কোচকে উপেক্ষা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় দলের কোচ নিয়োগ করছে নিজেদের জাতীয় দলে। সত্যিকারের উঁচুমানের স্কিলফুল দল হয়ে ওঠার লক্ষ্যে। ফুটবলে স্কিলই অন্যতম প্রধান বস্তু যেটা সাধারণমানের দলের সঙ্গে ভাল দলের গুণগত পার্থক্য ঘটায়। এই কোচেরা দলের মধ্যে শৃঙ্খলা বাড়িয়ে টিমস্পিরিটকে উঁচুতে নিয়ে গিয়েছে। তাদের নিজস্ব ট্রেনিংয়ের গুণে। চিলি, কলম্বিয়া, কোস্টারিকার মতো দেশগুলো শেষ ষোলোয় উঠে আমার এই মতকেই সমর্থন করছে।