ইন্ডিয়ান সুপার লিগে আটলেটিকো দে কলকাতাকে চ্যাম্পিয়ন করার জন্য রাজ্য সরকারের ‘খেল সম্মান’ পুরস্কার পাচ্ছেন মহম্মদ রফিক এবং অর্ণব মণ্ডল। শেষ মুহূর্তে তালিকায় ঢুকেছে দু’জনের নাম। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায়।
অত্যন্ত গোপনে তৈরি রাজ্য সরকারের ‘খেল সম্মান’, ‘বাংলার গৌরব’, ‘ক্রীড়াগুরু’ পুরস্কার তালিকায় অর্ণব-রফিকের ঢুকে পড়ার মতোই চমক— মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, তামিলনাড়ুর সঙ্গে পাল্লা দিতে বাংলার সফল ক্রীড়াবিদদের জন্যও রাজ্য সরকারের বিরাট আর্থিক পুরস্কারের ঘোষণা। জাতীয় গেমসে সোনা জিতলে এ বার থেকে বাংলার ক্রীড়াবিদরা পাবেন পাঁচ লাখ টাকা। রূপো ও ব্রোঞ্জ জিতলে দেওয়া হবে যথাক্রমে তিন ও দু’লাখ টাকা। আগে রাজ্যের গেমস-সোনাজয়ীরা পেতেন মাত্র কুড়ি হাজার টাকা। এই আর্থিক বৈষম্যের সুযোগ কাজে লাগিয়ে অন্য রাজ্যগুলো জাতীয় গেমসে তাদের পদকের সংখ্যা বাড়াতে টাকার প্রলোভন দেখিয়ে বাংলার অ্যাথলিট নিয়ে যেত নিজেদের রাজ্যে। সেটা আটকাতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। বিওএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় শুক্রবার বললেন, “বাংলার ক্রীড়াবিদরা এ বার নিশ্চয়ই নিজের রাজ্য ছেড়ে যাবেন না। পদক জিতলে আমরা অন্য রাজ্যের সমান টাকা দেব।” জাতীয় গেমস শুরু হচ্ছে ৩১ জানুয়ারি।
গত বছর থেকেই বাংলার কৃতী খেলোয়াড় এবং কোচেদের পুরস্কার দেওয়া চালু করেছে রাজ্য সরকার। এ বার ১০ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী। চেকের সঙ্গে দেওয়া হবে ট্রফি ও অন্যান্য সামগ্রী।