আইপিএল সংক্রান্ত ব্যাপারে সুনীল গাওস্করকে ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ায় খুশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা।
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে যাঁর নেতৃত্বে অভিষেক গাওস্করের, সেই অজিত ওয়াড়েকর বলেছেন, “খুব খুশি হয়েছি শুনে যে গাওস্করের মতো কিংবদন্তিকে বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রিকেটারদের মুখ্য প্রশাসনিক ভূমিকায় আসাটা ভাল খবর। শিবলাল যাদবও যেমন বড় দায়িত্ব পেয়েছে। আরও ভাল লাগছে শুনে যে, টিভি ধারাভাষ্যকার হিসেবে গাওস্করের উপার্জনও কমবে না।”
ওয়াড়েকর মনে করছেন, গাওস্কর এবং শিবলাল যাদবের সামনে সর্বোচ্চ চ্যালেঞ্জ হবে ক্রিকেটের প্রতি ভক্তদের বিশ্বাস ফেরানো। “খেলাটার প্রতি ভক্তদের যে বিশ্বাসটা ছিল, সেটা বড় ধাক্কা খেয়েছে। কোনও ব্যাটসম্যান যদি বোল্ড আউট হয়, তা হলে সবাই বোলারের প্রশংসা না করে হয়তো ব্যাটসম্যানকেই সন্দেহ করবে! সেই বিশ্বাসটা ফেরানোই এখন গাওস্করদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ,” বলেছেন ওয়াড়েকর।