দায়িত্ব নিয়ে উঠে প্রথম বৈঠকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে প্রস্তাব করলেন নতুন বোর্ড প্রেসিডেন্ট!
আন্দাজই করা গেছিল যে, শ্রীনি জমানা ধাক্কা খাওয়ামাত্র সৌরভ ভারতীয় ক্রিকেট রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ মুখ হিসেবে হাজির হবেন। আনন্দবাজারের খেলার পাতা তার ইঙ্গিতও দিয়েছিল গত পরশু।
প্রেসিডেন্ট হয়ে প্রথম বার্ষিক সাধারণ সভায় বসামাত্র জগমোহন ডালমিয়া প্রস্তাব দেন সৌরভকে জাতীয় টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান করা হোক। এই টেকনিক্যাল কমিটি থেকে বছরখানেক আগে শ্রীনিবাসন বিনা নোটিশে আচমকা ছেঁটে ফেলেছিলেন সৌরভকে। শুধু তাই নয়, আইপিএল গভর্নিং কাউন্সিল বা অন্য কোনও দায়িত্বে গুরুত্ব দেননি প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। নতুন রাজ এসে প্রথম দিনই সৌরভকে সেই পুরনো চেয়ার ফিরিয়ে দেওয়ায় উদ্যোগী হল।