Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

চাহালের ৬ উইকেটে সিরিজ জয়ের হ্যাটট্রিক বিরাট বাহিনীর

দুরন্ত জয়। শেষ মুহূর্তে ধসে গেল ইংল্যান্ডের ব্যাটিং। চাহালের ছয় ও বুমরাহর তিন উইকেটে বাজিমাত ভারতের। তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে একটিই পরিবর্তন করল টিম ম্যানেজমেন্ট। মনীশ পাণ্ড্যর জায়গায় দলে এলেন ঋশভ পন্থ। ভারতীয় সিনিয়র দলের জার্সিতে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক হয়ে গেল পন্থের। শেষ বেলায়ও টস ভাগ্য কাজ করল না ভারতের।

বিরাট কোহালি ও মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

বিরাট কোহালি ও মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০৪
Share: Save:

ভারত ২০২/৬ (২০ ওভার)

ইংল্যান্ড ১২৭/১০ (১৬.৩ ওভার)

• সিরিজ জয়ের হ্যাটট্রিক ভারতের।

• ১২৭ রানে অল-আউট ইংল্যান্ড।

• বুমরাহর বলে কোহালিকে ক্যাচ দিয়ে ফিরলেন মিলস।

• আউট...

• বুমরাহর বলে বোল্ড ্প্লাঙ্কেট।

• ১৬ ওভারে ইংল্যান্ড ১২৭/৮।

• চাহালের বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফিরলেন জর্ডন। কোনও রান এল না তাঁর খাতায়।

• আউট...

• চাহালের বলে সুরেশ রায়নার অসাধারণ ক্যাচে আউট স্টোকস। করলেন ৬ রান।

• চাহালকে স্টোকসের বাউন্ডারি।

• চাহালের বলে কোহালিকে ক্যাচ দিয়ে আউট মইন আলি। করলেন মাত্র ২ রান।

• ১৫ ওভারে ইংল্যান্ড ১২৩/৫।

• বুমরাহর বলে বিরাট কোহালিকে ক্যাচ দিয়ে ফিরলেন বাটলার। খাতাই খুলতে পারলেন না।

• আউট...

• ব্যাট করছেন জোস বাটলার ও বেন স্টোকস।

• ১৪ ওভারে ইংল্যান্ড ১১৯/৪।

• হ্যাটট্রিকের সামলে চাহাল।

• চাহালের বলে এলবিডব্লু আউট জো রুট। করলেন ৪২ রান।

• আউট...

• চাহালের বলে পন্থকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মর্গ্যান। ৪০ রান করলেন তিনি।

• আউট...

• ১৩ ওভারে ইংল্যান্ড ১১৭/২।

• যুবরাজ-ঋশভের ভুল বোঝাবুঝিতে ক্যাচ ড্রপ।

• ১২ ওভারে ইংল্যান্ড ১১৪/২।

• ব্যাট করছেন মর্গ্যান ও রুট।

• রায়নাকে ছক্কার হ্যাটট্রিক মর্গ্যানের।

• ১১ ওভারে ইংল্যান্ড ৯২/২।

• ইঁল্যান্ডকে জিততে হয়ে করতে হবে ৫৮ বলে ১১৬ রান।

• ১০ ওভারে ইংল্যান্ড ৮৬/২।

• পাণ্ড্যকে রুটের ছক্কা।

• ৯ ওভারে ইংল্যান্ড ৭৭/২।

• মিশ্রাকে মর্গ্যানের জোড়া বাউন্ডারি।

• ৮ ওভারে ইংল্যান্ড ৬৪/২।

• হার্দিক পাণ্ড্যকে রুটের ছক্কা।

• ৭ ওভারে ইংল্যান্ড ৫৬/২।

• এই ওভারে মাত্র এক রানই তুলতে পারল ইংল্যান্ড।

• মিশ্রার বলে ধোনিকে ক্যাচ দিয়ে আউট জেসন রয়। ৩২ রান করলেন তিনি।

• আউট...

• ৬ ওভারে ইংল্যান্ড ৫৫/১।

• নেহরাকে রয়ের বউন্ডারি। রুটের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ৫ ওভারে ইংল্যান্ড ৪৪/১।

• বুমরাহকে রয়, রুটের বাউন্ডারি।

• ৪ ওভারে ইংল্যান্ড ৩৪/১।

• ৩ ওভারে ইংল্যান্ড ২৫/১।

• নেহরাকে তিনটি বাউন্ডারি হাঁকালেন রুট।

• ২ ওভারে ইংল্যান্ড ১২/১।

• ব্যাট করতে এলেন জো রুট।

• চাহালের বলে রায়নাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন বিলিংস।

• আউট...

• চাহালকে জেসন রয়ের ছক্কা।

• ১ ওভারে ইংল্যান্ড ১/০।

• নেহরার প্রথম ওভারে এল মাত্র এক রান, তাও লেগ বাইয়ে।

• ইংল্যান্ডের ব্যাটিং শুরু।

• এই ওভার থেকে এল ১৬ রান দুই উইকেট।

• ২০ ওভারে ভারত ২০২/৬।

• শেষ বলে রান আউট হলেন হার্দিক।

• আউট...

• জর্ডনকে হার্দিকের ছক্কা। ক্যাচ মিস করে ছক্কা পাইয়ে দিল ভারতকে।

• ব্যাট করতে এলেন হার্দিক পাণ্ড্য।

• জর্ডনের বলে রশিদকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন ধোনি। করলেন ৫৬ রান।

• আউট...

• ১৯ ওভারে ভারত ১৮৬/৪।

• মিলসকে ঋশভের বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন ঋশভ পন্থ।

• মিলসের বলে বাটলারকে ক্যাচ দিয়ে আউট যুবরাজ। ১০ বলে ২৭ রান করলেন।

• ধোনির হাফ সেঞ্চুরি।

• আউট...

• এই ওভার থেকে এল ২৪ রান।

• ১৮ ওভারে ভারত ১৭৭/৩।

• জর্ডনকে যুবরাজের আবার ওভার বাউন্ডারি।

• যুবরাজের জোড়া বাউন্ডারি।

• জর্ডনকে যুবরাজের জোড়া ছক্কা।

• ১৭ ওভারে ভারত ১৫৩/৩।

• প্রথম আন্তর্জাতিক টি২০ হাফ সেঞ্চুরির সামনে ধোনি।

• স্টোকসকে ধোনির জোড়া বাউন্ডারি।

• ১৬ ওভারে ভারত ১৪২/২।

• মিলসকে ধোনির বাউন্ডারি।

• ৩১ রানে ব্যাট করছেন ধোনি।

• ১৫ ওভারে ভারত ১৩২/২।

• স্টোকসকে ধোনির বাউন্ডার।

• ১৪ ওভারে ভারত ১২৪/৩।

• ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• প্ল্যাঙ্কেটের বলে মর্গ্যানকে ক্যাচ দিয়ে আউট রায়না। করলেন ৬৩ রান।

• আউট...

• প্ল্যাঙ্কেটকে ধোনির ওভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১৪ রান।

• ১৩ ওভারে ভারত ১১৩/২।

• মইন আলিকে রায়নার বাউন্ডারি।

• রায়নার হাফ সেঞ্চুরি।

• আবার ওভার বাউন্ডারি রায়নার।

• ১২ ওভারে ভারত ৯৯/২।

• সেই ওভারেই জোড়া ছক্কা হজম করতে হল। ধোনি ও রায়নার।

• নিজের বলেই রায়নার ক্যাচ ফেললেন রশিদ।

• হাফ সেঞ্চুরির পথে সুরেশ রায়না।

• ১১ ওভারে ভারত ৮৪/২।

• সুরেশ রায়না ব্যাট করছেন ৪৩ রানে।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ১০ ওভারে ভারত ৭৮/২।

• রশিদকে রায়নার বাউন্ডারি।

• পর পর দুই ওভারে মাত্র তিন রান করেই তুলতে পারল ভারত।

• ৯ ওভারে ভারত ৭০/২।

• ৮ ওভারে ভারত ৬৭/২।

• ব্যাট করতে এলেন ধোনি।

• স্টোকসের বলে বোল্ড লোকেশ রাহুল। করলেন ২২ রান।

• আউট...

• ৭ ওভারে ভারত ৬৪/১।

• মইন আলিকে লোকেশ রাহুলের ছক্কা।

• রায়না চালিয়ে খেলছেন, লোকেশ রাহুল কিছুটা ধরে।

• ১৮ বলে ৩০ রানে ক্রিজে রয়েছেন রায়না।

• এই ওভার থেকে এল ১৪ রান।

• ৬ ওভারে ভারত ৫৩/১।

• জর্ডনকে সুরেশ রায়নার জোড়া ছক্কা।

• ১৩ রানে লোকেশ রাহুল ও ১৭ রানে সুরেশ রায়না ব্যাট করছেন।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ৫ ওভারে ভারত ৩৯/১।

• স্টোকসকে রায়নার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১২ রান।

• ওভারে ভারত ২৯/১।

• প্লাঙ্কেটকে লোকেশ রাহুলের জোড়া বাউন্ডারি।

• ৩ ওভারে ভারত ১৭/১।

• মিলসকে রায়নার ছক্কা।

• বল করছেন মিলস ও জর্ডন।

• ব্যাট করতে এলেন সুরেশ রায়না।

• ২ ওভারে ভারত ৮/১।

• দ্বিতীয় ওভারের প্রথম বলেই রান আউট বিরাট কোহালি। করলেন মাত্র ২ রান।

• আউট...

• ১ ওভারে ভারত ৪/০।

• লোকেশ রাহুল ও বিরাট কোহালি ওপেন করতে এলেন।

• খেলা শুরু।

• টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড।

তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে একটিই পরিবর্তন করল টিম ম্যানেজমেন্ট। মনীশ পাণ্ড্যর জায়গায় দলে এলেন ঋশভ পন্থ। ভারতীয় সিনিয়র দলের জার্সিতে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক হয়ে গেল পন্থের। শেষ বেলায়ও টস ভাগ্য কাজ করল না ভারতের। প্রথম দুটো টি২০তে টস জিতেছিল ইংল্যান্ড। তৃতীয়টিও গেল তাদেরই দখলে। এ বার টস জিতে ফিল্ডিং নিল ইয়ন মর্গ্যান। বিরাটের টস ভাগ্য যে খারাপ সেটা আবার প্রমাণ হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Eoin Morgan India Vs England T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE