Advertisement
২৫ এপ্রিল ২০২৪
New Zealand

পরিবেশ পেসারদের সাহায্য করলে চাপ ভারতের, মত মন্টির

ইংল্যান্ডের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার যদিও মেনে নিচ্ছেন, টেস্টের সময় সাউদাম্পটনের আবহাওয়া মেঘলা না হলে ভারতীয়রাই এগিয়ে থাকবেন।

হুঁশিয়ারি: সুইং করলে ভারতীয়দের সমস্যা দেেখছেন মন্টি।

হুঁশিয়ারি: সুইং করলে ভারতীয়দের সমস্যা দেেখছেন মন্টি। ফাইল চিত্র।

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ০৭:৪৭
Share: Save:

নিজস্ব প্রতিবেদনবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনের পরিবেশ যদি পেসারদের সাহায্য করে, তা হলে ভারতের চেয়ে এগিয়ে থাকবে নিউজ়িল্যান্ড। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার মন্টি পানেসার। এই মুহূর্তে ইংল্যান্ডের আবহাওয়া মেঘলা। বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে। মন্টির মত, ১৮ জুন পর্যন্ত পরিবেশ যদি একই রকম থাকে তা হলে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা আদর্শ মঞ্চ পেয়ে যাবেন নিজেদের তুলে ধরার।

রবিবার ইংল্যান্ড থেকে ফোনে সংবাদ সংস্থা পিটিআই-কে পানেসার বলেছেন, ‘‘ইংল্যান্ডে এখন বৃষ্টি হচ্ছে। বেশির ভাগ সময় আকাশে মেঘ থাকছে। পরিবেশ যদি এ রকমই থাকে তা হলে ভারত ও নিউজ়িল্যান্ডের পেসারদের দ্বৈরথ উপভোগ্য হয়ে উঠবে। তবে এটাও ঠিক, নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যানেরা কিন্তু ভারতীয়দের চেয়ে সুইংয়ের বিরুদ্ধে বেশি সাবলীল।’’ যোগ করেন, ‘‘টেস্ট ম্যাচে কোনও সময় যদি বল বেশি সুইং করে তা হলে ভারতীয় ব্যাটসম্যানেরা কী ভাবে পরিস্থিতি সামলায় তা দেখার অপেক্ষায় রয়েছি।’’

ইংল্যান্ডের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার যদিও মেনে নিচ্ছেন, টেস্টের সময় সাউদাম্পটনের আবহাওয়া মেঘলা না হলে ভারতীয়রাই এগিয়ে থাকবেন। তিনি চান না ঘাসে ভরা উইকেট তৈরি করা হোক। দু’টি দেশই নিরপেক্ষ কেন্দ্রে ফাইনাল খেলবে। এমন উইকেট তৈরি করা উচিত নয় যা শুধুমাত্র একটি দলকে সাহায্য করবে। পানেসারের কথায়, ‘‘এমন উইকেট তৈরি করা হোক যা পাঁচ দিনের ম্যাচের জন্য আদর্শ। সাধারণত সাউদাম্পটনের পিচে আর্দ্রতা কম থাকে। তাই আর.অশ্বিন ও রবীন্দ্র জাডেজার সঙ্গে তিনজন পেসার খেলানোই বুদ্ধিমানের কাজ। আবহাওয়া মেঘলা থাকলে অন্য রকম দল গড়া যেতেই পারে। মোদ্দা কথা হল, আকাশে মেঘ না থাকলে এগিয়ে থাকবে ভারত।’’

জুনের ২ তারিখ ইংল্যান্ডে পৌঁছবে ভারত। নিভৃতবাস পালন করার মধ্যেই শুরু হবে বিরাট কোহালিদের অনুশীলন। অন্য দিকে নিউজ়িল্যান্ড দু’টি টেস্ট খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। অনেকেই মনে করছেন, ফাইনালের আগে দু’টি ম্যাচ খেলায় অনেকটাই সুবিধে পাবেন সাউদিরা। কিন্তু মন্টি অন্য ভাবে বিষয়টি দেখছেন। তাঁর ব্যাখ্যা, ‘‘নিউজ়িল্যান্ড যদি ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টে ভাল খেলে, তবেই ভারতের বিরুদ্ধে মানসিক ভাবে এগিয়ে থাকবে। যদি হেরে যায়, তখন কিন্তু আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই পিছিয়ে যাবে কেন উইলিয়ামসনরা। সেই পরিস্থিতি কাজে লাগাতে হবে ভারতকে।’’ মন্টি আরও বলেন, ‘‘জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড এই সময়টা খুবই কার্যকরী হয়ে ওঠে। তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ‘বি’ দল বেছে নিয়েছে ইংল্যান্ড। তারকা ক্রিকেটারদের অনেকেই থাকছে না। সে ক্ষেত্রে কিছুটা এগিয়েই
থাকবে নিউজ়িল্যান্ড।’’

ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনারের বলতে দ্বিধা নেই, সম্প্রতি কঠিন পরিস্থিতি থেকে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে ভারত। সেটাই বিরাটদের মানসিক ভাবে এগিয়ে রাখবে। তাঁর মন্তব্য, ‘‘নিউজ়িল্যান্ড নিঃসন্দেহে ভাল দল। কিন্তু ভারত লড়াই করে একাধিক ম্যাচ জিতেছে। যা ওদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE