Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ অগস্ট ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

বঙ্গযোদ্ধাদের জন্য ফের মন্ত্র অক্ষয়ের

বৃহস্পতিবার সন্ধেয় বেঙ্গল ওয়ারিয়র্স অধিনায়ক সুরজিৎ সিংহকে যখন ফোনে ধরা হল আমদাবাদে, তখন তিনি সবে অনুশীলন সেরে উঠেছেন। কলকাতার সাংবাদিক শুনেই

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
মুম্বই ১৬ নভেম্বর ২০১৮ ০৪:২৬
Save
Something isn't right! Please refresh.
অক্ষয়কুমার হোটেলে ভিডিয়ো কল করে খেলোয়ারদের আগের ম্যাচে হেরে যাওয়ার দুঃখ ভুলে যেতে বলেন।—ফাইল চিত্র।

অক্ষয়কুমার হোটেলে ভিডিয়ো কল করে খেলোয়ারদের আগের ম্যাচে হেরে যাওয়ার দুঃখ ভুলে যেতে বলেন।—ফাইল চিত্র।

Popup Close

মায়া নগরীর পর্ব শেষ হয়ে গিয়েছে গত সপ্তাহেই। প্রো-কবাডি লিগে বাংলার দল বেঙ্গল ওয়ারিয়র্স শুক্রবার খেলতে নামছে আমদাবাদে। প্রতিপক্ষ স্থানীয় দল গুজরাত ফরচুন জায়ান্টস। যারা এই মুহূর্তে গ্রুপ ‘এ’-তে আট ম্যাচের পরে ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। অন্য দিকে, বঙ্গযোদ্ধারা গ্রুপ ‘বি’-তে এই মুহূর্তে নয় ম্যাচের পরে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের ছয় দলের মধ্যে পঞ্চম।

বৃহস্পতিবার সন্ধেয় বেঙ্গল ওয়ারিয়র্স অধিনায়ক সুরজিৎ সিংহকে যখন ফোনে ধরা হল আমদাবাদে, তখন তিনি সবে অনুশীলন সেরে উঠেছেন। কলকাতার সাংবাদিক শুনেই বঙ্গযোদ্ধাদের নৌসেনা কর্মী অধিনায়ক বললেন, ‘‘মুম্বইয়ে পর পর দুই ম্যাচ জেতার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে কিছু ভুলত্রুটি হওয়ায় হেরে গিয়েছি। তার জন্য বাংলার সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আমাদের রক্ষণ খারাপ খেলেনি মুম্বইয়ে। তবে গুজরাত ফরচুন জায়ান্টস বেশ কঠিন প্রতিপক্ষ। তার উপরে ঘরের মাঠে খেলবে ওরা। তাই ম্যাচটা সহজ হবে না। আক্রমণে জোর দেব আমরা। কারণ কলকাতায় খেলতে যাওয়ার আগে যত বেশি সম্ভব পয়েন্ট তুলতে হবে আমাদের। তাই রণ সিংহ ও মনিন্দর, দুই রেডার-কে দায়িত্ব নিতে হবে শুক্রবার। আশা করছি জিতে যাব।’’

বঙ্গযোদ্ধাদের দলের থেকেই জানা গিয়েছে, এ দিন দুপুরেও দলের মালিক অক্ষয়কুমার হোটেলে ভিডিয়ো কল করে আগের ম্যাচে হেরে যাওয়ার দুঃখ ভুলে যেতে বলেন। দলের অধিনায়ক সুরজিৎ ও মনিন্দরকে সেখানে অক্ষয় আলাদা করে নাকি বলেন, ‘‘খেলায় হার-জিত থাকবেই। এ বার গুজরাত পর্বে যে কটা ম্যাচ খেলতে হবে, সেগুলো জিতে ফেরো। তোমাদের দলের সেই শক্তি রয়েছে। তোমরা কারও থেকে কোনও অংশে কম নও।’’

Advertisement

সিনিয়র খেলোয়াড় মনিন্দরও বলছেন, ‘‘গুজরাতে জিততে আমাদের হবেই। মুম্বইয়ে দ্বিতীয় ম্যাচের পরে অক্ষয়কুমার দলকে নতুন ভাবে উজ্জ্বীবিত করে গিয়েছেন। আজও কথা হল আমাদের মধ্যে। গুরমুখী ভাষায় দুই পঞ্জাবির মধ্যে হাসি-ঠাট্টাও হয়েছে।’’

এ দিকে এ দিনই শেষ হল মুম্বই পর্বের খেলা। সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে প্রথম ম্যাচে দাবাং দিল্লিকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এল প্রতিযোগিতার অন্যতম সেরা দল পটনা পাইরেটস। ম্যাচের ফল ৩৮-৩৫। ১২ ম্যাচে পটনার পয়েন্ট ৩৩। অন্য দিকে ‘এ’ গ্রুপে শীর্ষে রইল মুম্বইয়ের দল ইউ মুম্বা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Something isn't right! Please refresh.

Advertisement