Advertisement
২০ এপ্রিল ২০২৪

র‌্যামোসের বিকল্প তৈরি সোলারির

প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে আয়াখ্সকে ২-১ হারিয়েছিল রিয়াল। গোল করেছিলেন কারিম বেঞ্জেমা ও মার্কো আসেন্সিয়ো। কিন্তু কার্ড সমস্যায় এ বার রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি পাচ্ছেন না রক্ষণের অন্যতম স্তম্ভ সের্খিয়ো র‌্যামোসকে। চোটে অনিশ্চিত মাঝমাঠের আর এক ফুটবলার মার্কোস লোরেন্তে।

রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি।—ছবি এএফপি।

রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০৪:৫১
Share: Save:

সান্তিয়াগো বের্নাবাউয়ে দু’টি এল ক্লাসিকোয় হার। একবার কোপা দেল রে সেমিফাইনালে। অপরটি লা লিগায়। এ রকম দুঃসময়েই আজ, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের আয়াখ্স আমস্টারডাম।

প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে আয়াখ্সকে ২-১ হারিয়েছিল রিয়াল। গোল করেছিলেন কারিম বেঞ্জেমা ও মার্কো আসেন্সিয়ো। কিন্তু কার্ড সমস্যায় এ বার রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি পাচ্ছেন না রক্ষণের অন্যতম স্তম্ভ সের্খিয়ো র‌্যামোসকে। চোটে অনিশ্চিত মাঝমাঠের আর এক ফুটবলার মার্কোস লোরেন্তে। তাই রিয়াল সমর্থকরা খুব স্বস্তিতে থাকতে পারছেন না। মাদ্রিদে সোমবার পৌঁছেই আয়াখ্স মিডফিল্ডার ফ্রেঙ্কি দে ইয়ং হুঙ্কার দিয়েছেন, ‘‘প্রথম পর্বে অযথা মাথা গরম করে কার্ড দেখেছিল র‌্যামোস। মঙ্গলবার রাতের ম্যাচের পরে ও হয়তো তার জন্য আফসোস করবে। ওরা এগিয়ে থাকলেও আমরা সহজে লড়াই ছাড়ব না।’’

বিগত ১৫ বছরে একবারও ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারেনি রিয়াল। শেষ বার রিয়ালের এই পরিস্থিতি হয়েছিল ২০০৪ সালে। চিন্তিত রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি সোমবার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। কিন্তু সেই পরিস্থিতি পাল্টে দেবে ফুটবলাররাই।’’ তারই সঙ্গে র‌্যামোসের না খেলার প্রসঙ্গ টেনে এনে সোলারি বলে গিয়েছেন, ‘‘দলটাকে নেতৃত্ব দিয়ে খেলে র‌্যামোস। কিন্তু ওকে আয়াখ্‌সের বিরুদ্ধে না পাওয়ায় সেই অভাব থাকবে। কিন্তু র‌্যামোসের বিকল্প তৈরি রেখেছি। মাঠে নেমে আমাদের কাজ হবে আক্রমণে বিপক্ষকে কোণঠাসা করে যত বেশি সম্ভব গোল করে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করা।’’ র‌্যামোসের পরিবর্ত হিসেবে তিনি তৈরি রাখছেন নাচো ফের্নান্দেসকে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে: রিয়াল মাদ্রিদ বনাম আয়াখ্স (রাত ১.৩০), বরুসিয়া ডর্টমুন্ড বনাম টটেনহ্যাম হটস্পার (রাত ১.৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE