সেই ‘মাঙ্কিগেট’ বিতর্ক এখনও ভুলতে পারেননি অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটার নিজের পরিণতির জন্য দায়ী করেছেন হরভজন সিংহের সঙ্গে তাঁর সেই বিতর্কিত ঘটনাকে। সাইমন্ডস মনে করেন, সেই ঘটনার পর থেকে তাঁর ক্রিকেটের রেখচিত্র যেমন নেমেছে, তেমনই মদ্যপানের প্রতি আসক্তিও বেড়ে যায়।
২০০৮ সালে সি়ডনি টেস্টের সময় সাইমন্ডস অভিযোগ করেন, হরভজন তাঁকে ‘মাঙ্কি’ বলেছিলেন। যে নিয়ে অনেক জলঘোলা হয়। প্রথমে হরভজনকে তিন ম্যাচের জন্য সাসপেন্ডও করা হয়েছিল। কিন্তু ভারত সফর বাতিল করার হুমকি দেওয়ার পরে সেই শাস্তি উঠে যায়। যে ঘটনায় দু’দলেরই একাধিক ক্রিকেটারকে সাক্ষী দিতে হয়েছিল। যা নিয়ে সাইমন্ডস এখন বলছেন, ‘‘ওই ঘটনার পর থেকে আমার পতন শুরু হয়। আমি ভীষণ ভাবে মদ্যপান শুরু করি। আমার জীবন পুরোপুরি তছনছ হয়ে যায়।’’
আরও পড়ুন: শাহরুখকে দেখলে ইডেনে টেস্ট না খেলার দুঃখ হয় লারার