Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মেসির চোট নিয়ে ক্লাবকে তোপ দেশের

এ রকমটা যে হবে ভাবতেই পারেননি এদগার্দো বাউজা। লিওনেল মেসি দেশের জার্সিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারের দুটো ম্যাচে নামতে পারবেন না। বুধবার রাতে আটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র হওয়া ম্যাচে মেসি চোট পান। আর্জেন্তিনার মহাতারকা ডান পায়ে সেই কুঁচকির চোটেই তিন সপ্তাহ মাঠের বাইরে আপাতত।

মেসির ক্লাবে টার্মিনেটর। হলিউড তারকা আর্নল্ড সোয়ার্জেনেগার শুক্রবার বার্সেলোনার প্র্যাকটিসে ঘুরে গেলেন। ইউরোপে একটি বডিবিল্ডিং টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রাক্তন ক্যালিফোর্নিয়া গভর্নর বার্সেলোনায় এসেছিলেন। নেইমারদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি। ক্লাবের তরফে আর্নল্ডকে ক্লাব জার্সিও উপহার দেওয়া হয়। -টুইটার

মেসির ক্লাবে টার্মিনেটর। হলিউড তারকা আর্নল্ড সোয়ার্জেনেগার শুক্রবার বার্সেলোনার প্র্যাকটিসে ঘুরে গেলেন। ইউরোপে একটি বডিবিল্ডিং টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রাক্তন ক্যালিফোর্নিয়া গভর্নর বার্সেলোনায় এসেছিলেন। নেইমারদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি। ক্লাবের তরফে আর্নল্ডকে ক্লাব জার্সিও উপহার দেওয়া হয়। -টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১০
Share: Save:

এ রকমটা যে হবে ভাবতেই পারেননি এদগার্দো বাউজা।

লিওনেল মেসি দেশের জার্সিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারের দুটো ম্যাচে নামতে পারবেন না। বুধবার রাতে আটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র হওয়া ম্যাচে মেসি চোট পান। আর্জেন্তিনার মহাতারকা ডান পায়ে সেই কুঁচকির চোটেই তিন সপ্তাহ মাঠের বাইরে আপাতত। যে জন্য পেরু আর প্যারাগুয়ের বিরুদ্ধে খেলা হবে না তাঁর দেশের জার্সিতে।

ক্ষুব্ধ আর্জেন্তিনার কোচ বলেছেন, ‘‘বার্সেলোনা সব সময় আমাদের মেসেজ পাঠিয়ে এসেছে এত দিন মেসির খেয়াল রাখার (জাতীয় শিবিরে থাকাকালীন)। কিন্তু ওরা নিজেরাই তো মেসির ভাল করে খেয়াল রাখল না। ওকে যে ভাবে সব ক’টা ম্যাচে খেলানো হল সেটা আশ্চর্যের।’’

মরসুমের গোড়ায় বাঁ-পায়ের কুঁচকির চোটে ভুগছিলেন মেসি। আর্জেন্তিনার হয়ে কোয়ালিফায়ারে ভেনেজুয়েলার বিরুদ্ধে নামতে পারেননি এই চোটেই। তখন জাতীয় শিবির থেকে চোট সারাতে চলে এসেছিলেন বার্সেলোনায়। কিন্তু বার্সা মেসির ঠিকঠাক খেয়াল রাখেনি বলে তোপ দেগেছেন বাউজা। তাঁর মতে, না হলে ১২ দিনের মধ্যে চারটে ক্লাব ম্যাচ মেসিকে খেলানো হত না!

‘‘বার্সেলোনা আমাদের সরকারি রিপোর্টটা পাঠিয়েছে। দেখে খুব অবাক হয়েছি। কেন না কুঁচকির চোট সারানোর জন্য তিন সপ্তাহ যথেষ্ট সময় নয়। তার পরই মেসিকে কী করে সব ক’টা ম্যাচে খেলানো হল? এখনও আমরা মেসির সঙ্গে কথা বলতে পারিনি। আমরা জানতে চাই ওর চোট কতটা সিরিয়াস?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Messi Argentina Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE