Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সেঞ্চুরির ম্যাচে ডিন্ডার ৭ উইকেট

তৃতীয় দিনের খেলা শেষে ডিন্ডা বলেন, ‘‘সাত উইকেট নিতে পেরে অবশ্যই আমি খুশি। তবে আসল ব্যাপারটা হল, ম্যাচের নিরিখে এই পারফরম্যান্সটা বেশ গুরুত্বপূর্ণ।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৩:৪৬
Share: Save:

বাংলার পেস আক্রমণের সামনে ক্রমে হারের দিকে এগোচ্ছে ছত্তীসগঢ়। রঞ্জি ট্রফির এই ম্যাচে প্রথম ইনিংসের নায়ক যদি হয়ে থাকেন অশোক ডিন্ডা, তবে দ্বিতীয় ইনিংসে উইকেট তোলার দায়িত্ব নিয়েছেন মহম্মদ শামি। রাইপুরে বাংলার প্রথম ইনিংসে ৫২৯-৭ ডি. স্কোরের জবাবে ছত্তীসগঢ় প্রথম ইনিংসে ১১০ রানে শেষ হয়ে গিয়ে ফলো অন করে। মাত্র ২১ রান দিয়ে ডিন্ডা তুলে নেন ৭ উইকেট। এর পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ছত্তীসগঢ়ের রান পাঁচ উইকেটে ২২৯। দ্বিতীয় ইনিংসে ডিন্ডা কোনও উইকেট না পেলেও শামি তুলে নিয়েছেন ৪ উইকেট।

তৃতীয় দিনের খেলা শেষে ডিন্ডা বলেন, ‘‘সাত উইকেট নিতে পেরে অবশ্যই আমি খুশি। তবে আসল ব্যাপারটা হল, ম্যাচের নিরিখে এই পারফরম্যান্সটা বেশ গুরুত্বপূর্ণ।’’ একই সঙ্গে ডিন্ডা কৃতিত্ব দিচ্ছেন তাঁর সতীর্থকেও। বলছেন, ‘‘আমরা বেশ সুবিধাজনক জায়গায় আছি। শামি এ দিন খুব ভাল বল করল। কাল আমরা ম্যাচ জেতার জন্য ঝাঁপাব।’’

আরও পড়ুন: উইয়ার হ্যাটট্রিকে শেষ আটে যুক্তরাষ্ট্র

এই পারফরম্যান্স ডিন্ডার কাছে আরও স্মরণীয় কারণ এটি তাঁর শততম প্রথম শ্রেণির ম্যাচ। আগের দিন দু’টো উইকেট পেয়েছিলেন ডিন্ডা। সোমবার সকালে থেকেই আগুনে বোলিং করতে থাকেন তিনি। তুলে নেন আরও পাঁচ উইকেট। সাত উইকেট পেতে ডিন্ডার লাগে মাত্র ৬৫ বল।

তবে ফলো অন করার পরে ছত্তীসগঢ় পাল্টা লড়াই শুরু করে। দ্বিতীয় উইকেটের জুটিতে অভিমন্যু চৌহান (১১৫) এবং আশুতোষ সিংহ (৭১) যোগ করেন ১৭২ রান। এর পরে শামির ধাক্কায় ভাঙন ধরে তাদের ইনিংসে। দ্বিতীয় ইনিংসে আমির গনি নিয়েছেন এক উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE