Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সুনীলেরা প্রস্তুতি চালাবেন স্পেনে

অভিষেকের মরসুমেই আই লিগ জিতে চমকে দিয়েছিল বেঙ্গালুরু। পরের মরসুমে ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনাল খেলে তারা। আই লিগ ছেড়ে গত মরসুমেই আইএসএলে যোগ দেয় বেঙ্গালুরু। ফাইনালে যদিও চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে হেরে যান গুরপ্রীত সিংহ সাঁধুরা। এ বার এখন থেকেই আইএসএল জয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু।

ভরসা: বার্সা ‘বি’ দলের বিরুদ্ধে বেঙ্গালুরুর অস্ত্র সুনীল। ফাইল চিত্র

ভরসা: বার্সা ‘বি’ দলের বিরুদ্ধে বেঙ্গালুরুর অস্ত্র সুনীল। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৪:৩৪
Share: Save:

মোহনবাগান শতবর্ষ পেরিয়েছে তিন দশক আগে। ইস্টবেঙ্গল শতবর্ষের মুখে। কিন্তু পরিকল্পনা ও পেশাদারিত্বে কলকাতার দুই প্রধানের চেয়ে কয়েকগুণ এগিয়ে মাত্র পাঁচ বছর আগে ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ ঘটানো বেঙ্গালুরু এফসি। মোহনবাগান ও ইস্টবেঙ্গল যখন স্থানীয় ক্লাবগুলোর বিরুদ্ধে ম্যাচ খেলে প্রাক-মরসুম প্রস্তুতি সারছে, সুনীল ছেত্রীরা তখন বার্সেলোনা ‘বি’ ও ভিয়ারিয়ালের রিজার্ভ দলের বিরুদ্ধে খেলতে স্পেন যাচ্ছেন।

অভিষেকের মরসুমেই আই লিগ জিতে চমকে দিয়েছিল বেঙ্গালুরু। পরের মরসুমে ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনাল খেলে তারা। আই লিগ ছেড়ে গত মরসুমেই আইএসএলে যোগ দেয় বেঙ্গালুরু। ফাইনালে যদিও চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে হেরে যান গুরপ্রীত সিংহ সাঁধুরা। এ বার এখন থেকেই আইএসএল জয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু।

সোমবার রাতে স্পেন রওনা হচ্ছে বেঙ্গালুরু। দশ দিন অনুশীলনের পরে সুনীলেরা প্রথম ম্যাচ খেলবেন ভিয়ারিয়ালের রিজার্ভ দলের বিরুদ্ধে ১১ অগস্ট। বার্সেলোনা ‘বি’ দলের বিরুদ্ধে খেলা ১৪ অগস্ট। এই দল থেকেই উঠে এসেছেন লিয়োনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা, জাভি হার্নান্দেস, সের্খিয়ো বুস্কেৎসের মতো তারকারা। সেই দলের বিরুদ্ধেই এ বার খেলবে বেঙ্গালুরু।

গত মরসুমে সুনীলদের কোচ আলবের্তো রোকা দীর্ঘদিন ফ্রাঙ্ক রাইকার্ডের সহকারী হিসেবে কাজ করেছেন বার্সেলোনায়। ব্যক্তিগত কারণে তিনি সরে যাওয়ায় দায়িত্ব নিয়েছেন কার্লোস কোদ্রাত। তাঁর উত্থান বার্সেলোনার যুব দল থেকেই। তার পরে কোচিং-ও করিয়েছেন সেখানে। কার্লোস বলেছেন, ‘‘বার্সেলোনা ‘বি’ এবং ভিয়ারিয়ালের রিজার্ভ দল খুব শক্তিশালী। আমাদের সামনে দারুণ সুযোগ নিজেদের উন্নতি করার।’’ তিনি যোগ করেছেন, ‘‘শাবাব আল আহিল-সহ আরও কয়েকটি দলের বিরুদ্ধেও খেলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football ISL Bangalore F.C Spain Sunil Chetri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE