Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

তৃতীয় দিনের শেষে বল হাতে সফল বাংলাদেশ

বল হাতে প্রথম ইনিংসে বেশ সফল বাংলাদেশ। তিনটি করে উইকেট নিলেন মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। ৩৮ ওভার বল করে মিরাজ ৯৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ৬টি মেডেন ওভারও আসে তাঁর ইনিংসে।

অস্ট্রেলিয়ার উইকেট নিয়ে সাকিবদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

অস্ট্রেলিয়ার উইকেট নিয়ে সাকিবদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২১:১১
Share: Save:

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ৩০৫ রানে অল-আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। বল হাতে সে দিন হোম টিমকে বেগ দিয়েছিল নাথান লিয়ঁ। ৭ উইকেট নিয়েছিলেন তিনি। তার মধ্যেই মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছিল ৬৮ ও ৬৬ রানে। ৪৫ রানের ইনিংস খেলেছিলেন নাসির হোসেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ও হ্যান্ডসকম্বের ৮২ রানের ইনিংস এলেও বাংলাদেশ বোলারদের দাপটে বিরাট রানের দিকে যেতে পারল না অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে ৩৭৭/৯ রানে থেমেছে অস্ট্রেলিয়া। হাতে মাত্র এক উইকেট নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন স্মিথরা। এই মুহূর্তে ক্রিকেট রয়েছেন ও’কিফে ও লিয়ঁ।

আরও পড়ুন

আইসিসির নতুন নিয়মের আওতায় পড়ছে না ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

আড়াই ঘণ্টা ব্যাট করে সাড়ে চার কেজি ওজন কমে গেল!

বল হাতে প্রথম ইনিংসে বেশ সফল বাংলাদেশ। তিনটি করে উইকেট নিলেন মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। ৩৮ ওভার বল করে মিরাজ ৯৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ৬টি মেডেন ওভারও আসে তাঁর ইনিংসে। অন্যদিকে ২০ ওভার বল করে মুস্তাফিজুরের স্পেল থেকে অস্ট্রেলিয়া তোলে ৮৪ রান। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও তাইজুল হক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bangaldesh Vs Australia Test Match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE