Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্ষুব্ধ মেসির কথা মেনে জিতল বার্সা

অনেকটা সে রকমই ঘটনা ঘটালেন পর্তুগিজ মহাতারকার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। লা লিগায় রবিবার রাতে আলাভেসের বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ০৪:০৫
Share: Save:

আলাভেস ১ : বার্সেলোনা ২

দু’বছর আগে ইউরো ফাইনালের দৃশ্যটা এখনও ভোলেননি হয়তো অনেকেই। চোটের জন্য মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরেও দলকে ক্রমাগত মাঠের পাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যেন তিনিই পর্তুগালের কোচ!

অনেকটা সে রকমই ঘটনা ঘটালেন পর্তুগিজ মহাতারকার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। লা লিগায় রবিবার রাতে আলাভেসের বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচে। লা লিগার শীর্ষস্থানে থাকা মেসিরা প্রথমার্ধে সে ভাবে দাঁত ফোটাতে পারেননি। গোলও আসেনি। উল্টে খেলা শুরুর কিছুক্ষণ পরে এক গোলে পিছিয়ে যায় বার্সেলোনা।

টিমের এই পারফরম্যান্সে মেসি নাকি প্রচণ্ড ক্ষুব্ঝ হন। স্প্যানিশ মিডিয়ায় খবর, মেসি নাকি বিরতিতে টিম মিটিংয়ে নিজের ক্ষোভের কথা বলেন। বিশেষ করে দুই খেলোয়াড়ের পারফরম্যান্সের দিকে আঙুল তোলেন। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দেকে বলেন, নেলসন সেমেদো এবং লুকাস ডিজনের পরিবর্ত হিসেবে সের্জি রবের্তো এবং জোর্ডি আলবাকে মাঠে নামাতে।

বিরতির পরে ঠিক সাত মানিটের মাথায় দেখা যায় মেসির কথা মতো জোড়া ফুটবলার পরিবর্তন করতে ভালভার্দেকে। রবের্তো এবং আলবা নামার পরেই বার্সেলোনার খেলায় পরিবর্তন আসে। দ্বিতীয়ার্ধে প্রথমে লুইস সুয়ারেস এর পরে ম্যাচের শেষ দিকে মেসি ফ্রি কিক থেকে গোল করে দলকে জেতান ২-১। ম্যাচের পরে বার্সেলোনা কোচ স্বীকারও করে নেন কান ঘেষে গুলি বেরিয়ে গিয়েছে এই ম্যাচে। তিনি বলেন, ‘‘আমরা মরসুমে কঠিন পর্বটা কাটাচ্ছি এখন। প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে। তাতে চাপও বাড়ছে। বৃহস্পতিবারই আমরা এস্প্যানিওলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ খেলেছি। তার পরেই সরাসরি এই ম্যাচে নেমে পড়তে হল।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘ম্যাচে প্রথমে গোল পেয়ে গেলে সুবিধে হয়। কিন্তু সেটা না পেলে পরিস্থিতি কঠিন হতে পারে।’’

লা লিগায় বার্সেলোনা এই জয়ের পরে দ্বিতীয় স্থানে থাকা আটলেটিকো দে মাদ্রিদের চেয়ে এগারো পয়েন্টে এগিয়ে গেল। তবে এ বার তাঁদের লক্ষ্য আবার ফিরে আসছে কোপা দেল রে-তে। যে লড়াইয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বী এ বার ভ্যালেন্সিয়া। তবে, ম্যাচ জিতলেও বার্সেলোনার চিন্তার কারণ থাকছে। হয়তো লা লিগার সঙ্গে কোপা দেল রে-তেও খেলার ধকল সামলাতে গিয়ে অনেক ফুটবলারকেই কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে বার্সেলোনায় এ মরসুমে যোগ দেওয়া তারকা ফিলিপে কুটিনহোর প্রথম ম্যাচে পারফরম্যান্স। ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় সই করা ব্রাজিলীয় তারকা এ দিনই প্রথম স্প্যানিশ ক্লাবের জার্সিতে মাঠে নেমেছিলেন। তবে তাঁর খেলায় অনেকেই খুশি নন। শোনা যাচ্ছে মেসিও নাকি তাদের মধ্যে পড়ছেন।

সদ্য উরুর চোট সারিয়ে ফিরেছেন কুটিনহো। কিন্তু তাঁকে মাঝমাঠের ডানদিকে একেবারেই স্বচ্ছন্দ লাগেনি। তাঁকে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মাঠ থেকে তুলেও নেন বার্সেলোনা কোচ। অনেক ফুটবল বিশেষজ্ঞই বলছেন কুটিনহোকে দেখে মনে হচ্ছে তিনি বুঝতে পারছেন না দলে তাঁর ভূমিকাটা কী। ভেনেজুয়েলার প্রাক্তন ফুটবলার আলেজান্দ্রো মোরিনো বলছেন, ‘‘আমার তো মাঝে মাঝেই মনে হচ্ছিল ওর জন্য মেসির খেলায় সমস্যা সৃষ্টি হচ্ছে। শুধু মেসি নয়, অন্য ফুটবলাররাও সমস্যায় পড়ছিল। কারণ আমার মনে হয় কুটিনহো নিজের ভূমিকা কী সেটাও খুঁজে বেড়াচ্ছিল।’’ পাশাপাশি সের্জিও বুস্কেতসের চোটের প্রভাবও বার্সেলোনার খেলায় স্পষ্ট ছিল। বিশেষ করে প্রথমার্ধে যে ভাবে গোল খেয়েছে বার্সেলোনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE